shono
Advertisement
Rahul Gandhi

রাহুল ওয়ানড় ছাড়লে প্রার্থী কি প্রিয়াঙ্কা? জল্পনা কংগ্রেসে

বহু চেষ্টার পরও লোকসভা নির্বাচনে লড়ার ব্যাপারে প্রিয়াঙ্কাকে রাজি করাতে পারেনি কংগ্রেস।
Published By: Subhajit MandalPosted: 01:28 PM Jun 13, 2024Updated: 03:02 PM Jun 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু চেষ্টার পরও লোকসভা নির্বাচনে তাঁকে লড়তে রাজি করা যায়নি। এবার উপনির্বাচনে জিতিয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে সংসদে পাঠাতে চাইছে কংগ্রেস। দলের অন্দরে জল্পনা, ওয়ানড় বা রায়বরেলি, রাহুল গান্ধী (Rahul Gandhi) যে আসনই ছাড়ুন না কেন, সেখান থেকেই প্রিয়াঙ্কাকে প্রার্থী করার চেষ্টা করা হবে।

Advertisement

দক্ষিণ নাকি উত্তর ভারত। রায়বরেলি নাকি ওয়ানড়। কোথাকার সাংসদ থাকবেন তা নিয়ে একপ্রকার ধর্মসংকটে রাহুল গান্ধী। কিন্তু রাহুলের প্রথম পছন্দ রায়বরেলি। তিনি পাকাপাকি রায়বরেলি নিয়েই থাকতে চান বলে কেরল নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন। কেরল কংগ্রেসের তরফে একপ্রকার জানিয়েও দেওয়া হয়েছে রাহুল সাংসদ থাকবেন রায়বরেলি থেকেই। কংগ্রেসের (Congress) অন্দরে জল্পনা রাহুল যদি ওয়ানড় থেকে সরেন, তাহলে ওই আসনে প্রার্থী করা হতে পারে প্রিয়াঙ্কাকে।

[আরও পড়ুন: খুলল পুরীর জগন্নাথ মন্দিরের ৪ দরজাই. ক্ষমতায় এসেই বড় সিদ্ধান্ত বিজেপির]

রাহুলের নিজের কথাতেই সেই ইঙ্গিত মিলেছে। বুধবার ওয়ানড়ে রোড শো থেকে কংগ্রেস নেতা বলেন, তিনি এমন সিদ্ধান্ত নেবেন যাতে কেউ অখুশি না হন। এর আগে রায়বরেলিতেও প্রিয়াঙ্কাকে নিয়ে রোড শো করতে যান কংগ্রেস নেতা। সেখানে তিনি ইঙ্গিতপূর্ণ ভাবে বলেন, "আমার একটা আইডিয়া আছে। সেটা আপনাদের পরে বলব।" তখনই জল্পনা শুরু হয়, রাহুলের এই আইডিয়া কি, বোনকে ওয়ানড় থেকে সংসদে পাঠানো? সূত্রের খবর, প্রিয়াঙ্কাকে ওয়ানড়ে প্রার্থী করলে বামেরা (Left Front) সেখানে প্রার্থী নাও দিতে পারে। ইন্ডিয়া জোটের অংশ হিসাবে ওই আসনটি কংগ্রেসকে ছেড়ে দিতে পারে তারা। 

[আরও পড়ুন: কুয়েতের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী মোদি, ঘোষণা আর্থিক সাহায্যের]

সামনেই কেরলের নির্বাচন। রাহুল গান্ধী ওয়ানড় আসনটি ছেড়ে দিলে সেটা ভোটের মুখে কংগ্রেসের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। তৈরি হতে পারে ক্ষোভও। তাই কংগ্রেস নেতারা চাইছেন, রাহুলের ছেড়ে যাওয়া আসনে গান্ধী পরিবারেরই আরেক সদস্যকে যদি লড়িয়ে দেওয়া যায়, তাহলে ওই ক্ষোভ খানিকটা কমতে পারে। তবে এসবই এখনও জল্পনার স্তরে। দল চাইলেও প্রিয়াঙ্কা লড়তে রাজি হবেন, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই। কারণ লোকসভা ভোটের আগে প্রিয়াঙ্কা (Priyanka Gandhi) ভোটে না দাঁড়ানোর ব্যাপারে অনড় ছিলেন। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, একই পরিবারের ৩ জন সংসদে গেলে বিজেপি ফের পরিবারতন্ত্রের অভিযোগে শান দেবে। সেই যুক্তি এখনও খাটে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাহুল গান্ধী ওয়ানড় আসনটি ছেড়ে দিলে সেটা ভোটের মুখে কংগ্রেসের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে।
  • তাই কংগ্রেস নেতারা চাইছেন, রাহুলের ছেড়ে যাওয়া আসনে গান্ধী পরিবারেরই আরেক সদস্যকে যদি লড়িয়ে দেওয়া যায়, তাহলে ওই ক্ষোভ খানিকটা কমতে পারে।
  • দল চাইলেও প্রিয়াঙ্কা লড়তে রাজি হবেন, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই।
Advertisement