সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট প্রচারে এবার বেলাগাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি ও কংগ্রেসকে নিশানায় নিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করলেন, 'ক্ষমতায় এলে রাম মন্দিরে বুলডোজার চালাবে ওরা।' নরেন্দ্র মোদির এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। শুধু তাই নয়, ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে মোদির বার্তা, 'মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে শেখা উচিৎ বুলডোজার ঠিক কোথায় চালাতে হয়।'
শুক্রবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানেই ইন্ডিয়া জোটকে নিশানায় নিয়ে তিনি বলেন, "সপার এক বরিষ্ঠ নেতা রাম নবমীর দিন মন্তব্য করেছিলেন রাম মন্দিরের (Ram Temple) কোনও প্রয়োজন নেই। অন্যদিকে, কংগ্রেস (Congress) রাম মন্দির নিয়ে সুপ্রিম সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছিল। আসলে ওদের কাছে শুধু ওদের পরিবার ও ক্ষমতা প্রাধান্য পায়, আর কিছু না। যদি সপা ও কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে ওরা আবার রামলালাকে তাবুতে পাঠাবে এবং রামমন্দিরে বুলডোজার চালাবে।" একইসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে তিনি বলেন, "ওদের উচিৎ যোগী আদিত্যনাথের কাছ থেকে শিক্ষা নেওয়া কোথায় বুলডোজার চালাতে হয় আর কোথায় নয়।"
[আরও পড়ুন: এভারেস্ট ও MDH মশলায় ক্যানসারের ‘বিষ’! এবার আমদানিতে নিষেধাজ্ঞা জারি নেপালের]
এখানেই থামেননি প্রধানমন্ত্রী। ইন্ডিয়া জোটের বিরুদ্ধে তুষ্টিকরণের অভিযোগ তুলে তাঁর আরও অভিযোগ, "কংগ্রেস ও সমাজবাদী পার্টি তুষ্টিকরণের রাজনীতির গোলাম হয়ে উঠেছে। মোদি মানুষের সামনে এই সত্যটা তুলে ধরে বলেই আমার উপর হিন্দু মুসলিম বিভাজনের অভিযোগ তোলে ওরা। ওদের অভিযোগ এনডিএ জয়ের হ্যাট্রিক করতে এবং কেন্দ্রে ফের ক্ষমতায় আসতে এই সব করছে।"
[আরও পড়ুন: ‘৭ তারিখ হাউহাউ করে কাঁদব’, অবসর ঘোষণার পর আবেগপ্রবণ সুনীল]
প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের তরফে অভিযোগ করা হচ্ছে, 'এতদিন নির্বাচনী প্রচারে গিয়ে সরাসরি হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সরাসরি হিন্দুদের ধর্মীয় আস্থায় আঘাত করে তাঁদের ভয় দেখিয়ে ভোট চাইতে শুরু করেছেন প্রধানমন্ত্রী। তাঁর এই অবান্তর মন্তব্য সেটাই প্রমাণ করে।' পাশাপাশি, খোদ সুপ্রিম কোর্ট যেখানে যোগী আদিত্যনাথের বুলডোজার নীতির সমালোচনা করছে, সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সার্টিফিকেট দিচ্ছেন বলে অভিযোগ উঠছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। উল্লেখ্য, উত্তরপ্রদেশে কারও বিরুদ্ধে কোনওরকম অভিযোগ উঠলে বুলডোজার দিয়ে অভিযুক্তের বাড়ি ভাঙার নীতি নিয়েছিল যোগী সরকার। লাগাতার এমন ঘটনার জেরে যোগী সরকারের নীতির সমালোচনার পাশাপাশি তীব্র ভর্ৎসনা করেছিল শীর্ষ আদালত।