shono
Advertisement
Nepal

সাতসকালে বড়সড় ভূমিকম্প নেপাল-পাকিস্তানে, কাঁপল দার্জিলিং-শিলিগুড়িও

ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারতের একাধিক এলাকায়।
Published By: Anwesha AdhikaryPosted: 08:23 AM Feb 28, 2025Updated: 02:39 PM Feb 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় ভূমিকম্প নেপাল এবং পাকিস্তানে। শুক্রবার ভোররাতে আচমকাই কেঁপে ওঠে দুই প্রতিবেশী রাষ্ট্র। তার প্রভাব পড়েছে ভারতের একাধিক এলাকায়। জানা গিয়েছে, দার্জিলিং, শিলিগুড়ি, পাটনার মতো বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Advertisement

ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার সূত্রে খবর, শুক্রবার ভোররাত ২টো ৩৬ মিনিটে কেঁপে ওঠে নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। কম্পনের উৎসস্থল নেপালের বাগমতী প্রদেশের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। তবে ভারতের ন্যাশনাল সেন্টার অফ সেসমিলজি সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। জার্মান এবং মার্কিন সংস্থাগুলির তথ্য অনুযায়ী কম্পনের মাত্রা যথাক্রমে ৫.৬ এবং ৫.৫ রিখটার স্কেল।

নেপালের কম্পনের প্রভাব বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে ভারতের একাধিক এলাকায়। বিহারের সীমান্ত এলাকাগুলি কেঁপেছে। প্রভাব পড়েছে পাটনাতেও। কম্পনের প্রভাব পড়েছে দার্জিলিং, শিলিগুড়ির মতো বাংলার বেশ কয়েক এলাকায়। বাড়ি, সিলিং ফ্যান দুলতে দেখা গিয়েছে। নেপালের একটি জায়গায় ধসও নেমেছে কম্পনের জেরে। তবে ওই এলাকায় জনবসতি না থাকায় ক্ষয়ক্ষতি হয়নি।

নেপালে ভূমিকম্পের আড়াই ঘণ্টার মধ্যে কেঁপে ওঠে পাকিস্তানও। শুক্রবার ভোর সওয়া পাঁচটা নাগাদ কম্পন অনুভূত হয় সেদেশে। ন্যাশনাল সেন্টার অফ সেসমিলজি সূত্রে খবর, ৪.৫ রিখটার স্কেলে কেঁপেছে পাকিস্তান। সেখানেও ক্ষয়ক্ষতির খবর মেলেনি এখনও পর্যন্ত। তবে ভারত ছাড়াও তিব্বত, চিনের একাধিক এলাকায় কম্পনের প্রভাব পড়েছে। দুই দেশে আফটার শকের খবর মেলেনি সেভাবে। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার সূত্রে খবর, শুক্রবার ভোররাত ২টো ৩৬ মিনিটে কেঁপে ওঠে নেপাল।
  • নেপালের কম্পনের প্রভাব বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে ভারতের একাধিক এলাকায়। বিহারের সীমান্ত এলাকাগুলি কেঁপেছে।
  • নেপালে ভূমিকম্পের আড়াই ঘণ্টার মধ্যে কেঁপে ওঠে পাকিস্তানও। শুক্রবার ভোর সওয়া পাঁচটা নাগাদ কম্পন অনুভূত হয় সেদেশে।
Advertisement