shono
Advertisement

পর্ন ছবিতে স্ত্রীর মুখ ব্যবহার! ভাইরাল ভিডিও, থানায় গিয়ে বিচার চাইলেন খোদ পুলিশকর্মী 

হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হয়েছে ঘনিষ্ট মুহূর্তের ভিডিও।
Posted: 04:46 PM Jan 01, 2023Updated: 04:46 PM Jan 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি পর্ন ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে অস্বস্তিতে পড়েছেন মুম্বইয়ের (Mumbai) এক পুলিশকর্মী। এই বিষয়ে থানায় লিখিতে অভিযোগ দায়ের করেছেন তিনি। কীসের অভিযোগ? জানা গিয়েছে, নিজের স্ত্রীর মতো দেখতে মহিলার সঙ্গে অন্য এক পুরুষের ঘনিষ্ঠতার ভিডিও হাতে এসেছে তাঁর। যার পর প্রতিবাদে মুখর হয়েছেন তিনি। পুলিশকর্মীর অভিযোগ, তাঁকে হেনস্তা করতে ওই ভিডিও ছড়ানো হয়েছে হোয়াটঅ্যাপে। সহকর্মীরাই ষড়যন্ত্র করেছেন। এর বিহিত চেয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, অভিযোগকারী মুম্বই পুলিশের একজন কনস্টেবল। তাঁর অভিযোগ, সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে (WhatsApp Group) একটি পর্ন ভিডিও ছড়ানো হয়েছে। যেখানে তাঁর বউয়ের মতো দেখতে একজন মহিলাকে এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে। এই ঘটনাতেই আপত্তি তুলেছেন তিনি। তবে পুলিশকর্মী জানিয়েছেন, ভিডিওর মহিলা আদৌ তাঁর স্ত্রী নন। থানায় লিখিত অভিযোগে কনস্টেবল আরও জানিয়েছেন, স্ত্রীর মতো দেখতে মহিলাকে যে পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে, তিনি তাঁর এক সহকর্মী। সব মিলিয়ে গোটা ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েছেন।

[আরও পড়ুন: বর্ষবরণে বিপুল চাপ, গ্রাহককে খাবার পৌঁছে দিতে ‘ডেলিভারি বয়’ খোদ জোম্যাটো কর্ণধার!]

অভিযোগকারী পুলিশকর্মীর অভিযোগ, তাঁর মানহানি করতেই এই চক্রান্ত করা হয়েছে। ইচ্ছাকৃত ভাবে ওই ভিডিওটি এমন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে তিনি রয়েছেন। ফলে মানহানির অভিযোগ দায়ের করেছেন পুলিশকর্মী। প্রযুক্তি আইনেও মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনায় তাঁরই এক সহকর্মী পুলিশকর্মী জড়িত থাকতে পারেন বলে জানিয়েছেন তিনি। তদন্তকারীদের সন্দেহ, প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভিডিওর মহিলার মুখ পালটে পুলিশকর্মীর স্ত্রীর মতো দেখতে করা হয়েছে। বিষয়টি এখনও স্পষ্ট নয়।

[আরও পড়ুন: ‘বর্ষবরণের রাতে যারা হুল্লোড়-মদ্যপান করে…’, নববর্ষের দিন এ কী বললেন প্রজ্ঞা!]

প্রসঙ্গত, বছর খানেক আগে একটি ঘটনায় পর্ন সিনেমায় স্ত্রী অভিনয় করেন এই সন্দেহে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন করেছিল এক স্বামী। বেঙ্গালুরুতে ঘটেছিল ঘটনাটি। পেশায় অটোচালক জাহির পাশা এই কাণ্ড করে। স্ত্রী মুনিবাকে খুন করে সে। মুনিবা পর্নে কাজ করেন, এমন সন্দেহে আগেও ওই ব্যক্তি অত্যাচার চালাত। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার