দেবব্রত দাস, খাতড়া: ভোটের প্রচারে বেরিয়ে বেফাঁস বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (Saumitra Khan)। "তৃণমূলকে ভোট দিয়ে জেতালে মনসা মন্দিরে গরু কাটা হতে পারে", এমনই মন্তব্য করেন বিদায়ী সাংসদ। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর চোটকে অভিনয় বলে কটাক্ষও করেছেন তিনি। পালটা দিয়েছে শাসকদল।
ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী-নেতা-কর্মীরা। রবিবার বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বামিরা গ্রামে প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সেখানেই দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রীর কপালে চোট আদতে অভিনয় বলে কটাক্ষও করেন তিনি। দাবির স্বপক্ষে সৌমিত্র আরও বলেন, "কেউ চোট পেলে আগে বাড়ির লোকেরা রক্ত মুছে দেয়। সেসব না করে ওনাকে ওভাবে নিয়ে ছবি তোলা হল। এর পর দেখবেন ব্যান্ডেজ পড়ে অভিনয় করবেন মা-বোনেদের সমবেদনা কুড়োনোর জন্য।"
[আরও পড়ুন: ‘রাজনীতির সময় পাবেন, এখন মানুষের পাশে থাকুন’, বিরোধীদের জবাব অভিষেকের]
তৃণমূল বরাবরই সমস্ত ধর্মের মানুষের পাশে থাকার কথা বলে। বিজেপি বারবার দাবি করে তৃণমূল মুসলিম সম্প্রদায়ের পাশে। এদিন কার্যত সেই দাবিই উসকে দিলেন সৌমিত্র খাঁ। এদিন মহিলাদের উদ্দেশ্য করে সৌমিত্র বলেন, "আপনারা আজ যে মনসা মন্দিরে পুজো দিচ্ছেন। কাল দেখবেন সেখানেই হয়তো গরু কাটা হতে পারে।" এই মন্তব্যেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের দাবি, ধর্মীয় উসকানি দিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন সৌমিত্র। এবিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি বলেন, "সৌমিত্র খাঁ-এর কথার কোনও মূল্য নেই। উনি নিজেই দুর্নীতিগ্রস্ত। দলবদলু নেতা। কাটমানি তো উনিই খেয়েছেন। খাচ্ছেন। এবার ভোটে হারার ভয়ে এখন আবোলতাবোল বকছেন। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যই বিজেপি নেতা এমন উস্কানিমূলক মন্তব্য করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।"