shono
Advertisement

‘আপনাদের উলঙ্গ করে ছাড়ব’, তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে বিজেপি বিধায়ক

মন্তব্যের তীব্র নিন্দা করেছেন স্থানীয় তৃণমূল নেতারা।
Posted: 04:12 PM Jul 13, 2022Updated: 07:55 PM Jul 13, 2022

টিটুন মল্লিক, বাঁকুড়া: এবার বেফাঁস বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা (Niladri Sekhar Dana)। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন তিনি। উলঙ্গ করার হুঁশিয়ারি দিলেন নেতাদের। বিজেপি বিধায়কের (BJP MLA) এই মন্তব্যে স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক। মন্তব্যের তীব্র নিন্দা করেছেন স্থানীয় তৃণমূল নেতারা।

Advertisement

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। এরই মাঝে চাকরি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা-সহ বেশ কয়েকজনের। বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে কল্যাণী এইমসে কর্মরত। অভিযোগ, সুপারিশেই চাকরি পেয়েছেন তিনি। দিতে হয়নি পরীক্ষাও। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি। এই পরিস্থিতিতে বুধবার দুপুরে বাঁকুড়া থেকে তৃণমূল নেতাদের প্রসঙ্গে কুরুচিকর মন্তব্য করলেন নীলাদ্রিশেখর দানা।

[আরও পড়ুন: দার্জিলিংয়ে স্বমেজাজে মুখ্যমন্ত্রী, ঘুরে দেখলেন বাজার, গুরু পূর্ণিমায় খুদেদের দিলেন চকোলেট]

বুধবার দুপুরে নীলাদ্রিশেখর দানা বলেন, “বাঁকুড়া মেডিক্যাল কলেজ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় নিজেদের লোক ঢুকিয়ে রেখেছেন তৃণমূল নেতারা। তার তালিকা নিয়ে আসব। আমরা কোনও কাটমানি, তোলাবাজিকে বিশ্বাস করি না। তালিকা যেদিন নিয়ে সেদিন আপনাদের উলঙ্গ করে ছাড়ব।” তিনি বলেন, “আমি ভারতীয় জনতা পার্টি করি। আমরা কোনও অন্যায় করতে শিখিনি। আমরা ত্যাগ করতে জানি। ৪৮ বছর ত্যাগ করে এই পর্যায়ে এসেছি। আমরা মানুষের মন নিয়ে খেলি না।” অর্থাৎ বিজেপি বিধায়কের দাবি, তাঁর বিরুদ্ধে মেয়ের চাকরি নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে তা মিথ্যে। এদিন স্থানীয় বিডিওকেও তীব্র কটাক্ষ করেছেন বিধায়ক। রাজনীতির রং না দেখে মানুষকে পরিষেবা দেওয়ার নির্দেশ দেন তিনি। 

উল্লেখ্য, বিজেপির পক্ষ থেকে প্রথম থেকেই দাবি করা হচ্ছে, এইমসের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিজেপির কেউ দুর্নীতির সঙ্গে জড়িত নন। বিজেপি নেতাদের পালটা অভিযোগ ছিল, এসএসসি পরীক্ষার দুর্নীতি থেকে জনগণের দৃষ্টি ঘোরাতেই এইমসে চাকরির দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

[আরও পড়ুন: দিনহাটার নয়া মহকুমা শাসক কাশ্মীরের রেহানা, দায়িত্ব নিয়েই বললেন, ‘বাংলা শিখছি’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার