shono
Advertisement

‘বয়স হচ্ছে, এবার যাওয়ার পালা’, পার্কিং বিতর্কের মাঝেই হতাশার সুর ফিরহাদের গলায়

'হতাশা নয়, উনি জীবনদর্শনের কথা বলেছেন', মন্তব্য কুণালের।
Posted: 04:56 PM Apr 09, 2023Updated: 04:56 PM Apr 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্কিং ফি ইস্যু নিয়ে বিতর্কে মাঝেই হতাশার সুর ফিরহাদ হাকিমের (Firhad Hakim) গলায়। বললেন, “২৫ বছর ধরে মানুষের কাজ করছি। বয়স হচ্ছে, এবার যাওয়ার পালা।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নিন্দুকদের মতে, পার্কিং নিয়ে অশান্তির জেরেই দলের উপর খানিকটা ক্ষুব্ধ পুরমন্ত্রী।

Advertisement

রবিবার চেতলায় ৮২ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেই গিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেখানে তিনি বলেন, “২৫ বছর ধরে মানুষের কাজ করছি। এখন বয়স হচ্ছে। আজ এক দাদাকে দাহ করে এলাম। একদিন আমাকেও চলে যেতে হবে। নতুনদের জায়গা করে দিতে হবে।” ফিরহাদ হাকিমের এই মন্তব্য নিয়ে কাঁটাছেঁড়া শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই দাবি, দলের প্রতি অভিমানের জেরেই এমন কথা।

[আরও পড়ুন: দ্বিতীয় হুগলি সেতুতে পুলিশি বাধা, শিবপুরে যেতে পারলেন না ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা]

গত কয়েকদিন ধরেই পার্কিং ফি নিয়ে বিতর্ক চলছে। তবে প্রকাশ্যে এ বিষয়ে একটি শব্দও বলেননি ফিরহাদ। তবে ওয়াকিবহলমহলের ধারণা ছিল, বিষয়টা একেবারেই ভালভাবে দেখছেন না পুরমন্ত্রী। এদিনের মন্তব্যের পর অনেকেরই ধারণা, দলের প্রতি অসন্তোষের বহিঃপ্রকাশ করলেন ফিরহাদ। যদিও বিষয়টাকে সেভাবে দেখতে নারাজ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “এখানে বিতর্ক কিছুই দেখতে পাচ্ছি না। উনি সিনিয়র নেতা। যা বলেছেন, জীবনদর্শনের কথা বলেছেন। সেটাকে অন্যভাবে দেখার কোনও কারণ নেই।”

[আরও পড়ুন: পার্থর আমলের নিয়ম বাদ! উপাচার্য বাছাই কমিটির খোলনলচে বদলাচ্ছে রাজ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement