সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে গেরুয়া শিবির। তাঁকে বহিরাগত তকমাও দিয়েছে। এবার পিকের নামে ‘বহিরাগত’ পোস্টার পড়ল নৈহাটিতে। ঘটনার নেপথ্যে বিজেপি (BJP) রয়েছে বলেই দাবি তৃণমূলের। যদিও ঘটনাটি শাসকদলের গোষ্ঠীকোন্দলের বহিঃপ্রকাশ বলেই দাবি পদ্ম শিবিরের।
বুধবার সকালে নৈহাটির রেল স্টেশন রোড, জর্জ রোড-সহ বহু জায়গায় নজরে পড়ে একই পোস্টার। তাতে লেখা ‘প্রশান্ত কিশোর বহিরাগত’। নিচে লেখা ‘দাদার অনুগামী’। স্বাভাবিকভাবেই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুভেন্দু অধিকারীর অনুগামীরা একাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তুলে কানাঘুঁষো শুরু করে গেরুয়া শিবির। কারণ, শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে রাজনৈতিক মহলে। একাধিকবার দলের তরফে তাঁর সঙ্গে কথা বলা হয়েছে। এদিকে দাদার সমর্থনে জেলায় জেলায় পোস্টার দিয়েছেন অনুগামীরা। এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের নামে দাদার অনুগামীদের দেওয়া পোস্টার ঘিরে তুঙ্গে বিতর্ক।
[আরও পড়ুন: ‘সিপিএম, বিজেপি লোভী আর ভোগী, তৃণমূল ত্যাগী’, বাঁকুড়া থেকে বিরোধীদের তীব্র কটাক্ষ মমতার]
এপ্রসঙ্গে তৃণমলের (TMC) নৈহাটির টাউন প্রেসিডেন্ট অশোক চট্টোপাধ্যায় বলেন, “প্রশান্ত কিশোর বহুদিন ধরেই তৃণমূলের সঙ্গে রয়েছেন। দলের নেতা-কর্মীরা প্রশান্ত কিশোরের কাজে খুশি।” তাঁর দাবি, এই ঘটনায় কোনওভাবে শুভেন্দু অনুগামীদের যোগ নেই। বিজেপি পরিকল্পনামাফিক এসব করেছে। যদিও তৃণমূলের অভিযোগ মানতে নারাজ নৈহাটির বিজেপি নেতা-কর্মীরা। তাঁদের দাবি, গেরুয়া শিবির কোনওভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নয়।