সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যে এঘরে কে জানত! বৃষ্টির মরশুম, নিস্তব্ধ রাতে হঠাৎ যদি দর্শন পান তার! আপনার একান্ত ব্যক্তিগত মুহুর্তেই যদি গর্জে ওঠে সে? ভূত-ভয়ংকর কিছু না হলে খুব একটা সমস্যা হবে না! কিন্তু এই লুকিয়ে থাকার নেপথ্যে যদি থাকে কোনও ভয়ংকর! তাহলে? এমনই এক ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে আমেরিকার এক পরিবার। তাঁদের বাড়ির বাথরুম থেকেই উদ্ধার হয়েছে বিরাটাকায় এক সাপ। আমেরিকার নর্থ ক্যারোলিনার এই ঘটনায় শোরগোল পড়েছে নেটদুনিয়ায়।
কী ঘটেছে আসলে। গ্রাহাম পুলিশের তরফে করা একটি ফেসবুক পোস্ট সূত্রে জানা গিয়েছে, ‘রাতে একটি বাড়ি থেকে ফোন পায় পুলিশ। ওই ফোনকলে জানানো হয়, বাড়ির কোনও একটি জায়গা থেকে শোঁ শোঁ শব্দ আসছে। এরপর আসে পুলিশ। প্রথমেই ফাঁকা করে দেওয়া হয় ওই বাড়ি। খানিক্ষণ খোঁজাখুঁজির পরে বাড়ির বাথরুম থেকে বের করা হয় বিশাল সাপ!’ হাঁফ ছেড়ে বাঁচেন ওই বাড়ির সদস্যরা।
[আরও পড়ুন: দস্যি ছেলে! সাপ নিয়ে ছেলেখেলা, বাস্তবের ‘ছোট্ট মোগলি’র কীর্তিতে বিস্মিত নেটদুনিয়া]
এই ঘটনা প্রকাশ্যে আসতেই একাধিক কমেন্টে ভেসেছে সোশ্যাল মিডিয়া। কেউ কেউ লিখেছেন, ‘বাপরে! এরকম হলে তো আমি মরেই যাব!’ কেউ লিখেছেন, ‘কী ভয়ংকর!’ অনেকেই ওই পুলিশকর্মীর সাহসের প্রশংসাও করেছেন।