shono
Advertisement

ফের আক্রান্ত পুলিশ, রেস্তরাঁয় ঝামেলা থামাতে গিয়ে মার খেলেন কনস্টেবল

তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। The post ফের আক্রান্ত পুলিশ, রেস্তরাঁয় ঝামেলা থামাতে গিয়ে মার খেলেন কনস্টেবল appeared first on Sangbad Pratidin.
Posted: 07:53 PM Apr 11, 2018Updated: 04:35 PM Jan 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের আক্রান্ত পুলিশ। সল্টলেকে সিটি সেন্টার লাগোয়া একটি রেস্তরাঁয় গন্ডগোল থামাতে গিয়ে মার খেলেন বিধানগর উত্তর থানার এক কনস্টেবল। হাসপাতালে ভরতি তিনি। ওই পুলিশকর্মীর মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।

Advertisement

[কসবায় বাসের রেষারেষিতে প্রাণ গেল ১ পথচারীর, আহত কমপক্ষে ৮]

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। পুলিশ জানিয়েছে, রাত সাড়ে এগারোটা নাগাদ সল্টলেক সিটি সেন্টার লাগোয়া একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন কয়েকজন যুবক। মহিলাঘটিত কারণে রেস্তরাঁয় ওই যুবকদের মধ্যে বচসা শুরু হয়। অচিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কন্ট্রোল রুম থেকে রেস্তরাঁয় গন্ডগোলের খবর পৌঁছয় বিধাননগর উত্তর থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ, গন্ডগোল থামাতে গেলে পুলিশের উপরও চড়াও হন তিনজন যুবক। বিধাননগর উত্তর থানার এক কনস্টেবলকে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে ওই পুলিশকর্মীর মাথা ফেটে যায়। তাঁর উর্দি ছিঁড়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ওই কনস্টেবল ভরতি হাসপাতালে। রাতে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে বিধাননগর উত্তর থানা।

[মামলা দায়ের করতে গিয়ে এজলাসের মধ্যেই হেনস্তার শিকার বিজেপির আইনজীবী]

মাসখানেক আগে জমি দখল কেন্দ্র করে পারিবারিক বিবাদে উত্তেজনা ছড়িয়েছিল হাওড়ার শ্যামপুরে। ঘটনাস্থলে পৌঁছলে শ্যামপুর থানার পুলিশের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। মারাত্বকভাবে জখম হন শ্যামপুর থানার ওসি সুমন দাস। তাঁর মাথায় শাবল ও পেটে ছুরির আঘাত লেগেছিল। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারও করেছিল পুলিশ।

[মেট্রোর যাত্রাপথে অন্তরায় বিপজ্জনক বাড়ি, সময়ে কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা]

The post ফের আক্রান্ত পুলিশ, রেস্তরাঁয় ঝামেলা থামাতে গিয়ে মার খেলেন কনস্টেবল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement