shono
Advertisement

‘খাবার না পেলে গোটা পরিবার নিয়ে আত্মহত্যা করব’, ফোন পেয়েই উদ্ধারে ছুটল পুলিশ

চণ্ডীগড়ের পরিবারকে ওষুধ, খাবার পৌঁছে দিল পুলিশ। The post ‘খাবার না পেলে গোটা পরিবার নিয়ে আত্মহত্যা করব’, ফোন পেয়েই উদ্ধারে ছুটল পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:51 AM Mar 29, 2020Updated: 09:52 PM Mar 29, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারি রুখতে দেশজুড়ে লকডাউন চলছে। জরুরি পরিষেবা ছাড়া আর বাকি সবকিছুই প্রায় বন্ধ। রুটিরুজি বন্ধ হয়েছে বহু মানুষের। সরকারি সাহায্য মিললেও তাতে আস্থা রাখতে পারছেন না অনেকেই। এমন পরিস্থিতিতে ওষুধ, খাবার না পেয়ে আত্মহহ্ত্যার হুমকি দিল চণ্ডীগড়ের এক পরিবার। যদিও পুলিশি হস্তক্ষেপে তাঁদের উদ্ধার করা হয়েছে।

Advertisement

বিশ্বজুড়ে মহামারির আকার নিয়েছে করোনার সংক্রমণ। ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছে ৩০ হাজারের বেশি। ভারতেও ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। ইতিমধ্যে হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের। সংক্রমণ রুখতে সামাজিক নিরাপত্তাকে হাতিয়ার করেছে সরকার। আর তাই দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন। কিন্তু এর জেরে প্রায় সমস্ত কাজকর্ম বন্ধ। কাজ হারিয়েছেন বহু মানুষ। ফলে তাঁদের দিনগুজরান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

[আরও পড়ুন: ‘রামায়ণ’-এ মগ্ন কেন্দ্রীয় মন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হতেই সরালেন ছবি]

শনিবার রাতে চণ্ডীগড় পুলিশের কাছে একটি ফোন আসে। ফোন করে এক মহিলা জানান, তাঁর স্বামী ঠিকা শ্রমিক। লকডাউনের জেরে কাজ হারিয়েছেন। ফলে তাঁদের কাছে ওষুধ, খাবার কেনার টাকা নেই। অতিকষ্টে দিনগুজরান হচ্ছে। তাঁদের এক মাত্র সন্তানও দুধের শিশু। তার জন্যও খাবার কিনতে পারছেন না। তাই আত্মহত্যা করা ছাড়া কোনও উপায় নেই। ফোনে ওই পরিবারের সঙ্গে কথা বলেন পাঞ্জাব পুলিশের সুপারিন্টেন্ডেন্ট দলবীর সিং। ওই পরিবারের থেকে বাড়ির ঠিকানা নিয়ে স্থানীয় পুলিশ কর্মীদের নিয়ে ওই পরিবারের কাছে পৌঁছে যান। তাঁদের খাবার-ওষুধ পৌঁছে দেন।

[আরও পড়ুন: করোনা যুদ্ধে জয়ী হতে নয়া তহবিল গঠনের ঘোষণা মোদির]

প্রসঙ্গত, লকডাউনের প্রথম দিন থেকেই পাঞ্জাব পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। লকডাউন অমান্যকারীদের শাস্তি দেওয়ায়, তাদের অমানবিক বলেও চিহ্নিত করেছিলেন নেটিজেনরা। কিন্তু এদিন তাদের এক অন্যরূপ সামনে এল। যা দেখে নেটিজেনদের একাংশ বলছেনন, ‘স্যালুট স্যার!’

The post ‘খাবার না পেলে গোটা পরিবার নিয়ে আত্মহত্যা করব’, ফোন পেয়েই উদ্ধারে ছুটল পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement