shono
Advertisement

রক্তাভ প্রবাল প্রাচীরের কঙ্কালসার চেহারা, উষ্ণায়নের প্রভাবে ধ্বংসের মুখে সামুদ্রিক জীবন

গ্রেট বেরিয়ার রিফের অর্ধেক প্রবালের মৃত্যুর কারণ, সমুদ্রতলের উষ্ণতাবৃদ্ধি৷ The post রক্তাভ প্রবাল প্রাচীরের কঙ্কালসার চেহারা, উষ্ণায়নের প্রভাবে ধ্বংসের মুখে সামুদ্রিক জীবন appeared first on Sangbad Pratidin.
Posted: 04:48 PM Aug 10, 2019Updated: 04:48 PM Aug 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমুদ্রের তলদেশে ডুব দিয়ে অরূপরতন খুঁজে পাওয়া৷ লাল, নীল – কত রঙের, কত আকারের সব সামুদ্রিক প্রাণী৷ জলজগতের সেই রূপ দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়৷ গ্রেট ব্যারিয়ার রিফ৷ নাম শুনলেই ভেসে ওঠে প্রবালের সারি৷ সেই প্রবাল জগতের বিপন্নতা আজ নতুন কিছু নয়৷ সাম্প্রতিক গবেষণা আরও ভয়ংকর তথ্য দিচ্ছে৷ জানা গিয়েছে, সমুদ্রের জলতলের উষ্ণতাবৃদ্ধি প্রবালের মৃত্যুর কারণ৷ রক্তাভ প্রবাল এখন ধূসর৷ অধিকাংশ প্রবাল মরে যাচ্ছে৷

Advertisement

[আরও পড়ুন: ‘গাছ কেটো না প্লিজ’, কান্নামাখা চোখে কাতর আর্তি খুদের]

সম্প্রতি সমুদ্র নিয়ে নতুন একটি গবেষণার রিপোর্ট প্রকাশ করেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা৷ গবেষকদলের প্রধান ট্রেসি আইন্সওয়ার্থ জানাচ্ছেন, ‘এই টিমের বিজ্ঞানীরা সকলেই এক দশকের বেশি সময় ধরে শুধু প্রবালের উপরই গবেষণা করেছেন৷ তাই প্রবালদের ওরকম কঙ্কালসার চেহারা দেখে ওনারা আঁতকে উঠেছেন৷ খুব দ্রুতই এই পরিবর্তন ঘটে গেছে৷ প্রবালগুলোর মৃত্যুর পর ধূসর চেহারা থেকে তা কঙ্কাল হয়ে গিয়েছে৷’ এই রিপোর্ট দেখে ব্রিটেনের সমুদ্রবিজ্ঞানী লরা রিচার্ডসনের মন্তব্য, ‘উষ্ণতার দাপটই প্রবাল প্রাচীরের এত দ্রুত ধ্বংসের কারণ৷ এগুলোকে ভূতুড়ে প্রবাল বলে আমরা চিহ্নিত করছি৷’

জানা গিয়েছে, গত ১০ দিন ধরে মৃত প্রবালগুলিকে জলের উপরে ভাসতে দেখা গিয়েছে৷ গবেষকরা বলছেন, এভাবে প্রবাল প্রাচীরের মৃত্যু গোটা সমুদ্র জগতেই ব্যাপক প্রভাব পড়ছে৷ নিউ ক্যাসলের অধ্যাপক বিল লেগাট বলছেন, উষ্ণায়নের ফলে সমুদ্রের তলদেশে যে ব্যাপক পরিবর্তন আসছে, তা কিন্তু স্থলভূমির তুলনায় অনেকটাই বেশি, যা হয়ত আমরা ভাবতেও পারছি না৷ বলা হচ্ছে, এভাবে বিশ্বজুড়ে প্রবাল প্রাচীর ধ্বংসের মুখে এগিয়ে গেলে প্রকৃতির একটা বিরাট অংশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে৷

[আরও পড়ুন: পর্যটনের পর নজর পাখির খাদ্যে, গজলডোবায় রকমারি ফলের গাছ বসাচ্ছে বনদপ্তর]

রিপোর্ট দেখে অনেকেই বলছেন, বিভিন্ন পরিবেশ সম্মেলনে যেমন প্রকৃতিকে বাঁচানোর জন্য একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়, তেমনই এবার সমুদ্রের দিকে তাকানোর প্রয়োজন আছে৷ এর জন্য আলাদাভাবে সম্মেলন এবং পরিকল্পনা তৈরি হোক৷ সমুদ্রপ্রাণ বাঁচিয়ে ভারসাম্য বজায় রাখতে বিশেষজ্ঞদের দিয়ে নীতি নির্ধারণ করার দাবি উঠছে৷

The post রক্তাভ প্রবাল প্রাচীরের কঙ্কালসার চেহারা, উষ্ণায়নের প্রভাবে ধ্বংসের মুখে সামুদ্রিক জীবন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement