shono
Advertisement

Breaking News

করোনা কাঁটায় লাটে ফুলশয্যা, COVID-19 পজিটিভ স্বামীকে যেতে হল হাসপাতালে

কোয়ারেন্টাইনে গেলেন নববধূ ও তাঁর পরিবারের সদস্যরাও। The post করোনা কাঁটায় লাটে ফুলশয্যা, COVID-19 পজিটিভ স্বামীকে যেতে হল হাসপাতালে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:34 PM Jun 05, 2020Updated: 05:11 PM Jun 05, 2020

অরিজিৎ গুপ্ত, হাওড়া: কালরাত্রিতে করোনার হানা! সেই হানায় অন্ধকার ফুলশয্যার নিয়ন আলো। সদ্য রূপান্তরিত বধূ চলে গেলেন হোম কোয়ারান্টাইনে। যাঁকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নে তিনি ঘর ছেড়েছেন, সেই স্বামীকে পাঠানো হল হাসপাতালে। বিয়ে হল বটে। হল না ফুলশয্যা।

Advertisement

বিয়ে হয়েছিল দুই পরিবারের অমতেই। সিভিক ভলান্টিয়ার স্বামীর লালারসের পরীক্ষা করা হয়েছিল তাঁর বিয়ের আগেই। সেই রিপোর্ট এল ফুলশয্যার আগের দিন। জানা গেল, ওই যুবকের রিপোর্ট পজিটিভ এসেছে। এই একটা রিপোর্টই বদলে দিল বিয়ের আপাত পরিণতি। সদ্য স্বামী হওয়া যুবককে যেতে হল হাসপাতালে। একই সঙ্গে নববধূ-সহ বাড়ির সকলকেই পাঠানো হল কোয়ারেন্টাইনে।

[আরও পড়ুন: বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রীর হাত ধরে ১০ বছরের নিমগাছের পুনর্জন্ম কলকাতায়]

শঙ্কিত হাওড়ার দাসনগরের কোনা রোডের বাগপাড়ার বাসিন্দারা। ওই বাগপাড়াতেই থাকেন দাসনগর থানার অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ার ওই যুবক। পাড়ার মেয়েকেই ভালবেসে বাড়ির অমতে বিয়ে। ২৯ মে হাওড়া জেলা হাসপাতালে উপসর্গহীন ওই যুবকের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। হাওড়া সিটি পুলিশের আর পাঁচ জন পুলিশ আধিকারিক ও কর্মীর মতো তাঁর লালারসও করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার রাতেই আসে রিপোর্ট। দেখা যায়, সদ্য স্বামী হওয়া যুবক COVID-19 পজিটিভ। তাতেই ছেদ পড়ল প্রত্যাশিত বিবাহ পর্বে।

[আরও পড়ুন: সর্দি-জ্বরেও দাওয়াই হাইড্রক্সিক্লোরোকুইন, করোনার পর ডেঙ্গু ঠেকাতে নয়া নীতি কলকাতা পুরসভার]

তার আগে অবশ্য বিয়ে মেনে নেয়েছিল তাঁর পরিবার। পরিবারের সদস্যদের আগ্রহে নিয়ম মেনেই বৃহস্পতিবার ফুলশয্যর কথা ছিল। ছিল কয়েকজনের খাওয়াদাওয়ার আয়োজনও। সেসব হলেও, হল না আসল পর্ব – ফুলশয্যা। বিবাহপর্বের এমন একটা বড়সড় অঙ্গ বাদ পড়ে গেল করোনা কাঁটায়। আপাত বিচ্ছেদপর্বে করোনা মুক্তির দিন গুনছেন নবদম্পতি। 

The post করোনা কাঁটায় লাটে ফুলশয্যা, COVID-19 পজিটিভ স্বামীকে যেতে হল হাসপাতালে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement