সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের রেকর্ড প্রতিদিন নিজেই ভাঙছে মারণ করোনা ভাইরাস (Coronavirus)। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। করোনার কামড়ে মৃত্যু হয়েছে ১৩৪১ জনের। তুলনায় সুস্থতার হার কম। একদিনে ১ লক্ষ ২৩ হাজার ৩৫৪ জন সুস্থত হয়ে ফিরেছেন। বাড়ছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ ১৬ লক্ষ ৭৯ হাজার ৭৪০ জন।
করোনার দ্বিতীয় ঢেউ আরও দ্বিগুণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ভারতে (India)। মিউট্যান্ট স্ট্রেনে বাড়ছে সংক্রমণ, মৃত্যুর হার। সর্বকালীন রেকর্ড গড়ছে দৈনিক সংক্রমণ। চলতি সপ্তাহেই ২ লক্ষ পেরিয়েছিল শুক্রবার দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছিল প্রায় ২ লক্ষ ১৭ হাজার। শনিবার তা আরও বাড়ল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, এই মুহূ্র্তে দেশে করোনার ছোবলে মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৬৪৯। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ২৬ লক্ষ ৭১ হাজার ২২০ জনের। চলতি বছরের প্রথমদিকেই শুরু হয়ে গিয়েছে গণটিকাকরণ। কোভ্যাক্সিন, কোভিশিল্ড – জোড়া ভ্যাকসিনের মাধ্যমে এর মধ্যে ভ্যাকসিন হয়ে গিয়েছে ১১ কোটি ৯৯ লক্ষ ৩৭ হাজার ৬৪১ জনের।
[আরও পড়ুন: বাড়ছে করোনার প্রকোপ, ‘প্রতীকী কুম্ভমেলা’ পালনের আরজি প্রধানমন্ত্রী মোদির]
এই পরিস্থিতিতেই হরিদ্বারে চলছে কুম্ভমেলা। সেখানেও করোনার থাবা। দুই সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। আখড়া ছেড়ে চলে যাচ্ছেন অনেকেই। নিরাপত্তার স্বার্থে কুম্ভমেলা ‘প্রতীকী’ করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থানের মতো বেশ কয়েকটি রাজ্যে সপ্তাহান্তে কারফিউ জারি করা হয়েছে। আরও বাড়ানো হচ্ছে নমুনা পরীক্ষার হার। কিন্তু তা সত্ত্বেও দ্বিতীয় পর্যায়ে মারণ ভাইরাসের দাপট কমছেই না।