shono
Advertisement

ক্রমশই দুর্বল হচ্ছে করোনার কামড়, রাজ্যে অনেকটা কমল দৈনিক মৃত্যুর হার

কমল অ্যাকটিভ রোগীর সংখ্যাও।
Posted: 09:14 PM Feb 05, 2021Updated: 09:42 PM Feb 05, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় স্বস্তি রাজ্যের করোনা গ্রাফে। দৈনিক মৃত্যুর হার নামল অনেকটা। কমল সংক্রমণের হারও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা ভাইরাসের (Coronavirus) বলি মাত্র ২ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯৪ জন। সুস্থতার হারও বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২৯৭ জন। এ নিয়ে সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ।

Advertisement

করোনার বিরুদ্ধে যুদ্ধে রাজ্যে ইতিমধ্যেই দুটি ভ্যাকসিন দিয়ে টিকাকরণ শুরু হয়েছে। কোভিশিল্ডের পর সম্প্রতিই কোভ্যাক্সিনও এসেছে রাজ্যে। সফলভাবে সেই টিকা নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এসবের জেরেই হোক কিংবা প্রতিরোধ শক্তি বৃদ্ধির কারণেই হোক, কমছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ৭০ হাজার ৭৮৭। এর মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪৯৯২। মৃত্যু হয়েছে মোট ১০ হাজার ২০১। সুস্থ রোগীর সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৭৮৮। গত ২৪ ঘণ্টায় বাংলায় (West Bengal) করোনার নমুনা পরীক্ষা হয়েছে মোট  ২৩ হাজার ১৬৭, যার মধ্যে পজিটিভ রিপোর্ট ৭.০৫ শতাংশ। 

[আরও পড়ুন: ‘ভাইপো বরাবরই অসহিষ্ণু’, অভিষেকের আইনি নোটিসের জবাব দিলেন শুভেন্দু]

বৃহস্পতিবারও রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল দুশোর বেশি। মৃত্যু হয়েছিল ৪ জনের। তুলনায় অনেকটাই কমল শুক্রবারের সংক্রমণ। বাড়ল সুস্থতার হারও। তবে সংক্রমণের শীর্ষে এখনও  দুই জেলা – উত্তর ২৪ পরগনা, কলকাতা। এই দুই জেলায় সংক্রমিতের সংখ্যা এখনও ১০০র বেশি। উত্তর ২৪ পরগনার পরিস্থিতি অবশ্য ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কিছুটা হলেও রাশ টানা গিয়েছে সংক্রমণে। রাজ্যের তিন জেলা করোনা যুদ্ধে সবচেয়ে এগিয়ে – ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কালিম্পং। তবে এদিন মৃত্যুর হার বেশ খানিকটা কমায় স্বস্তিতে স্বাস্থ্যমহল।

[আরও পড়ুন: সিবিআইয়ের পর কয়লা কাণ্ডের তদন্তে সিআইডিও, দিনভর খনি এলাকায় চলল তল্লাশি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার