shono
Advertisement

করোনা LIVE UPDATE: দেশে আক্রান্ত ৮৬ হাজার ছুঁইছুঁই, টুইটারে নয়া পরিসংখ্যান স্বাস্থ্য মন্ত্রকের

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১০৩ জনের, মৃত ২৭৫২। The post করোনা LIVE UPDATE: দেশে আক্রান্ত ৮৬ হাজার ছুঁইছুঁই, টুইটারে নয়া পরিসংখ্যান স্বাস্থ্য মন্ত্রকের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 AM May 16, 2020Updated: 09:46 AM May 16, 2020

সময়ের সঙ্গে সঙ্গে আরও নিজের মারণ ক্ষমতা বাড়িয়েই চলেছে  নোভেল করোনা ভাইরাস।  ভারত-সহ বিশ্বের একাধিক দেশে মৃত্যুমিছিল অব্যাহত। সবচেয়ে খারাপ পরিস্থিতি আমেরিকার। এদিকে দেশে লকডাউনের হাফ সেঞ্চুরি পেরনোর পরও সংক্রমণ বাগে আসছে না। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, ভারতে আক্রান্তের সংখ্যা  ৮৪, ৭২১। মৃত্যুও আড়াই হাজার পেরিয়েছে। পশ্চিমবঙ্গেও বৃহস্পতিবার পর্যন্ত ২৪৬১ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। সুস্থ হয়েছেন ৭৬৮ জন। করোনায় মৃত্যু হয়েছে ১৫৩ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

Advertisement

সকাল ৯.২৫: আজ বিকেলে ফের সাংবাদিকদের মুখোমুখি হবেন কেন্দ্রীয় নির্মলা সীতারমণ। বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক।

 সকাল ৯.২৩: দেশে করোনায় আক্রান্তর সংখ্যা ৮৬ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় ১০৩ জনের মৃত্য়ুতে মৃতের সংখ্যা ২৭৫২। টুইটারে নতুন পরিসংখ্যান জানাল স্বাস্থ্যমন্ত্রক। 

সকাল ৮.৫৪: বাংলাদেশে বেড়েই চলেছে করোনায় মৃত্যুর হার। ৩০০ ছুঁয়ে ফেলল মৃতের সংখ্যা। মারণ ভাইরাসের বলি পুলিশ, চিকিৎসক, সাংবাদিকরাও।

সকাল ৮.৫০: পরিযায়ী শ্রমিকদের হাঁটতে দেখে এগিয়ে এলেন অন্ধ্রের মুখ্য সচিব। তাঁর নির্দেশে শ্রমিকদের বিশেষ ট্রেনে পৌঁছে দেওয়া হল বাড়িতে।

সকাল ৮.৪২: ঘরে ফেরার পর্ব চলছে নির্বিঘ্নেই। রেল মন্ত্রকের দেওয়া বিশেষ প্যাসেঞ্জার ট্রেনে বেঙ্গালুরু এবং আহমেদাবাদ থেকে সকালে দিল্লি ফিরলেন সেখান কাজ করতে যাওয়া বাসিন্দারা। সকলেই কেন্দ্রের ব্যবস্থাপনায় খুশি বলে জানালেন।

সকাল ৮.৩০:  আজ বিকেলে আমেরিকায় আটকে থাকা ভারতীয়দের নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান পৌঁছচ্ছে দিল্লি এবং হায়দরাবাদে। ফিরছেন মোট ২১ জন।

সকাল ৮.২২: করোনা চিকিৎসায় ভারতকে ভেন্টিলেটর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী মোদিকে ‘ভাল বন্ধু’  বলে সম্বোধন করে ট্রাম্প জানিয়েছে, করোনা মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করবে। 

সকাল ৮.১৫:  উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ার চার হাজার। পরিস্থিতি নিয়ে উদ্বেগ যোগী রাজ্যে। 

সকাল ৮.০৭: রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা আড়াই হাজার পেরল। মস্কোয় শুরু বিনামূল্যে অ্যান্টিবডি টেস্ট।

সকাল ৮.০২: আউলিয়ার দুর্ঘটনার জন্য গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। 

সকাল ৭.৩০: ফের পথের বলি পরিযায়ী শ্রমিকের দল। উত্তরপ্রদেশের আউলিয়ায় ভোরবেলা  ট্রাক- লরি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ২৩ জনের। আহত আরও অনেকে। এঁরা সকলে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে খবর।

 

The post করোনা LIVE UPDATE: দেশে আক্রান্ত ৮৬ হাজার ছুঁইছুঁই, টুইটারে নয়া পরিসংখ্যান স্বাস্থ্য মন্ত্রকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement