shono
Advertisement

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ লক্ষ ছুঁইছুঁই! কমের দিকে দৈনিক সংক্রমণ

উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃতের সংখ্যায় বড়সড় বৃদ্ধি।
Posted: 10:02 AM Oct 18, 2020Updated: 10:05 AM Oct 18, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংক্রমণের গতি অনেকটাই কমেছে। একটা সময় যেখানে দিনে ৯০ হাজারের বেশি সংক্রমণ হচ্ছিল, সেই সংখ্যাটা এখন ৬০ হাজারের আশেপাশে। এমনকী দীর্ঘদিন বাদে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে নেমে এসেছে ভারত। আমেরিকা ফের দৈনিক সংক্রমণে শীর্ষে চলে গিয়েছে। কিন্তু তাতেও যেন চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। কারণ, দেশের সার্বিক সংক্রমণের ছবিটা এখনও উদ্বেগের। ইতিমধ্যেই দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যাটা ৭৫ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে।

Advertisement

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬১ হাজার ৮৭১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে ৩৪১ জন কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লক্ষ ৯৪ হাজার ৫৫২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটা খানিকটা বেড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৪ হাজার ৩১ জন।

[আরও পড়ুন: ডাক্তার ঈশ্বরের রূপ, নবরাত্রির শুরুতেই নেটদুনিয়ায় ভাইরাল ‘দশভুজা’ চিকিৎসকের ছবি]

স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৭২ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৬৫ লক্ষ ৯৭ হাজার ২১০ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ৮৩ হাজার ৩১১ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার সংখ্যাটাও অনেকটা কমেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement