সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত দিচ্ছে করোনা ভাইরাস। পরপর চারদিন দেশে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যাটা ৮ হাজারের কম। দিন দুই আগে দৈনিক আক্রান্ত সাড়ে পাঁচ হাজারে নেমে এসেছিল। সেটা বৃহস্পতিবার ৮ হাজারের কাছাকাছি পৌঁছে গেলেও, সার্বিক পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৪৬ জন। গতকাল সংখ্যাটা ছিল ৭ হাজারের সামান্য বেশি। সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় অনেকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৬২ হাজার ৭৪৮ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৭ জন। যা আগের দিনের থেকে অনেকটা কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৯১১।
[আরও পড়ুন: নারী নির্যাতনে ফের শীর্ষে উত্তরপ্রদেশ, পিছিয়ে নেই অন্য বিজেপি শাসিত রাজ্যগুলিও]
মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৮ লক্ষ ৪৫ হাজার ৬৮০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ। সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিললেও চিন্তা থাকছে পজিটিভটি রেট নিয়ে। বর্তমানে দেশের সাপ্তাহিক পজিটিভিটি রেট ২.৯৮ শতাংশের কাছাকাছি।
[আরও পড়ুন: ‘পেপারওয়েট নিয়ে এজলাসে যাই না’, ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়কে খোঁচা অরুণাভর]
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১২ কোটি ৫২ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ১২ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ২২ হাজার ৫৫১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।