shono
Advertisement

Coronavirus Update: রাজ্যে আরও নিম্নমুখী কোভিড সংক্রমণ, সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ

টানা বেশ কয়েকদিন করোনায় মৃত্যুহীন বাংলা।
Posted: 07:28 PM Apr 28, 2022Updated: 07:57 PM Apr 28, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দিল্লি, মহারাষ্ট্রের নতুন করে কোভিডের (COVID-19) দাপটের মাঝে বাংলায় কিন্তু  মহামারী পরিস্থিতির ক্রমশই উন্নতি হচ্ছে। বৃহস্পতিবারও কমল সংক্রমণ। মৃত্যুহীন বাংলা। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত ৩৪ জন। বুধবার যা ছিল অনেকটাই বেশি – ৫২। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২১ জন। এ নিয়ে বাংলায় মহামারী থেকে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৯৩ শতাংশ। যা বেশ স্বস্তিদায়ক বলেই মনে করছে স্বাস্থ্যমহল। 

Advertisement

বেশ কয়েকদিন পরিস্থিতি খানিকটা স্বাভাবিক থাকার পর সপ্তাহখানেক ধরে সামগ্রিকভাবে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে। তবে বাংলার গ্রাফ মোটের উপর ভালই। বুধবারই একমাত্র ৫০ ছাড়িয়েছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে বৃহস্পতিবার তা কমে গিয়েছে অনেকটাই। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০,১৮,১৫৩। সুস্থ হয়েছেন ১৯,৯৬,৬৫১ জন। মৃত্যু হয়েছে মোট ২১ হাজার ২০১ জনের। 

[আরও পড়ুন: মানবিক মুখ্যমন্ত্রী, ইউক্রেন ফেরত মেডিক্যাল-ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ভরতির ব্যবস্থা করল রাজ্য]

রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০,২৫৩ টি। যার মধ্যে ০.৩৩ শতাংশ রিপোর্ট পজিটিভ। এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩০১।  এঁদের মধ্য়ে বেশিরভাগই হোম আইসোলেশনে রয়েছেন। টিকাকরণে জোর দেওয়া হচ্ছে এ রাজ্যে। গত ২৪ ঘণ্টাতেই শুধুমাত্র ৭২ হাজারের বেশি ডোজ দেওয়া হয়েছে। বয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। পাশাপাশি ৫ থেকে ১২ বছর বয়সিদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও।

[আরও পড়ুন: ‘হিন্দু ধর্মের সামনে কোনও বিপদ নেই’, জাহাঙ্গিরপুরী হিংসায় মত সুপার মডেলের]

এদিকে, জুন নাগাদ দেশে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সতর্কবার্তা রয়েছে। তবে ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ চিন্তা বাড়িয়েছে। পরিস্থিতি বুঝে রাজ্য প্রশাসনের বেশ কিছু কড়া বিধিনিষেধ জারি হতে পারে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement