shono
Advertisement

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বাড়ল, একদিনে সুস্থ প্রায় ৮০ হাজার

মহাষষ্ঠীর সকালে সামান্য স্বস্তির খবর মৃতের সংখ্যায়।
Posted: 10:10 AM Oct 22, 2020Updated: 10:10 AM Oct 22, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বাড়ল। আগের দিন যে সংখ্যাটা ৫৪ হাজারের কিছু বেশি ছিল। সেটা আজ প্রায় ৫৬ হাজারের কাছাকাছি। তবে, তাতেও বড়সড় আশঙ্কার কারণ দেখছেন না বিশেষজ্ঞরা। কারণ, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে প্রায় ১৫ লক্ষ। মোট আক্রান্তের সংখ্যা ৫৬ হাজারের কাছাকাছি। আগের দিনের তুলনায় করোনার দৈনিক সংক্রমণ খানিকটা বাড়লেও, পজিটিভিটি রেট স্বস্তিতে রাখছে ভারতকে।

Advertisement

মহাষষ্ঠীর সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫ হাজার ৮৩৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ১ হাজার ৮০০ জন বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ লক্ষ ৬ হাজার ৯৪৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটা অবশ্য সামান্য কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৭২ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৬ হাজার ৬১৬ জন।

[আরও পড়ুন: ব্রাজিলে মৃত অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ট্রায়ালের স্বেচ্ছাসেবক, উঠছে প্রশ্ন]

তবে সবচেয়ে বড় স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি (২৪ হাজার ২৭৮ জন) সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৬৮ লক্ষ ৭৪ হাজার ৫১৮ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ১৫ হাজার ৮১২ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কমেছে। দেশের সবচেয়ে বেশি প্রভাবিত ৫ রাজ্যেই করোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী। এদিকে গত ২৪ ঘণ্টায় প্রায় ১৫ লক্ষ করোনা পরীক্ষা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement