ভারতে আনলক ওয়ান শুরু হওয়ার পর ২১ দিন কেটে গিয়েছে। আর এর মধ্যে প্রতিদিনই করোনা সংক্রমণের নিত্যনতুন রেকর্ড গড়ছে দেশ। শনিবার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লক্ষ ২৫ হাজার ২৮২ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছে ১৩ হাজার ৬৯৯ পশ্চিমবঙ্গেও করোনা (Corona) আক্রান্ত ১৩,৯৪৫ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
বিকেল ৫. ২৭: আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে পাঠানো হল দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে।
বিকেল ৫. ০০: বাংলাদেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ১, ৫০২ জন।
বিকেল ৪. ৩০: হোম আইসোলেশনে থাকা করোনা রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পালস অক্সিমিটার দেওয়া হবে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বিকেল ৪. ০৭: শর্তসাপেক্ষে শুধুমাত্র পুরীতে রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট।
দুপুর ৩. ৪৫: সংক্রমণের ভয়ে ২০২১ এর মহাকুম্ভ মেলা নিয়ে এখন থেকেই চিন্তায় অখিল ভারতীয় আখাড়া পরিষদ।
দুপুর ২. ২০: ৩০ জুন থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে কামাখ্যা মন্দিরের দরজা।
দুপুর ২. ০৩: বুধবার নবান্নে সভাঘরে সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়। বিধানসভায় স্পিকারের ঘরে বৈঠকের জায়গা না থাকায় পরে স্পিকার মুখ্যমন্ত্রীকে নবান্নের সভাঘরে বৈঠক ডাকতে অনুরোধ করেন।
দুপুর ১. ২৬: জনগনের উপস্থিতি ছাড়াই অনুষ্ঠিত হতে পারে জগন্নাথ দেবের রথযাত্রা, সুপ্রিম কোর্টকে জানায় কেন্দ্র।
দুপুর ১২. ৫০: করোনায় আক্রান্ত হয়ে গোয়ায় প্রথম মৃত ৮৫ বছরের এক বৃদ্ধা। তাঁর হাঁপানি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল বলে জানা যায়।
বেলা ১১. ৫০: ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫৫ জন পুলিশর কর্মীর শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান। আক্রান্ত হয়ে মৃত ১।
সকাল ১০. ৩০: করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।
সকাল ০৯. ৩৬: ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৮২১ জনের শরীরে মিলল করোনা আক্রান্তের সন্ধান। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ, ২৫ হাজার২৮২ জন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৪৫ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩ হাজার ৬৯৯ জন।
সকাল ০৯. ১৫: দিল্লিতে পুলিশ, সিভিক ভলিন্টিয়ারদের উপরে হামলা কন্টেনমেন্ট জোনের বাসিন্দাদের।
সকাল ০৮. ১০: উত্তরপ্রদেশের কানপুরে মেয়েদের একটি সরকারি হোমে ৫৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের নমুনা।
সকাল ০৮. ০০: পুরীর রথযাত্রা নিয়ে আজ সুপ্রিম কোর্টের সিঙ্গল বেঞ্চে শুনানি।
The post করোনা LIVE UPDATE: সুস্থ আছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, ICU থেকে পাঠানো হল জেনারেল ওয়ার্ডে appeared first on Sangbad Pratidin.
