সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তবলিগি জামাতের সদস্যদের করোনা সংক্রমণের উৎস বলায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছে গুলিবিদ্ধ হয়ে মৃত এক ব্যক্তি। নিজের বাড়ির কাছে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েই তিনি জামত সদস্যদের সম্পর্কে সমালোচনা ও নিন্দা করছিলেন অপর এক ব্যক্তিকে, কিন্তু কথা বলার ফাঁকেই তা বচসার আকার নেয়। সেই সময়েই অপর ব্যক্তির বিরুদ্ধে গুলি করার অভিযোগ করে মৃতের পরিবার।
নিজামুদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তবলিঘি জামাত সদস্যরা করোনায় আক্রান্ত হতে শুরু করেন। ফলে স্বাস্থ্যমন্ত্রক নিজামুদ্দিনে যোগ দেওয়া সকল ব্যক্তিকেই করোনায় সংক্রমণের হটস্পট বলে চিহ্নিত করতে শুরু করেন। এপর্যন্ত দেশে প্রায় শতাধিক ব্যক্তি যারা নিজামুদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা করোনায় পজিটিভ হিসেবে জানা গেছে। জামাত সদস্যদের নিয়ে এই ধরণের সমালোচনার সময়ই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হঠাৎ গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। পুলিশের মতে, “আজ সকাল সাড়ে নটার সময় দুই ব্যক্তি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন পরে তাঁদের মধ্যেই বচসা বাঁধে। এরপর অভিযুক্ত প্রকাশ্য দিবালোকে ওই ব্যক্তিকে গুলি করেন। আওয়াজ শুনে স্থানীয়রা এসে অভিযুক্তকে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।” ঘটনার পর খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যান ও অভিযুক্তকে গ্রেপ্তার করেন। বিশাল পুলিশ বাহিনী গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই নিয়ে যাতে এলাকায় অশান্তি না ছড়ায় তাই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে যান ও মাইকিং করে স্থানীয়দের শান্তি বজায় রাখার পরামর্শ দেন। উত্তরপ্রদেশ পুলিশেরর তরফ থেকে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ স্বরূপ ৫ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
[আরও পড়ুন:এয়ারটেল গ্রাহকদের স্বস্তি, এবার মুদিখানা-ওষুধের দোকান থেকেই করা যাবে রিচার্জ]
ইতিমধ্যেই উত্তরপ্রদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২২৭। লকডডাউনের মাঝে ও দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে জানান হয় দেশে করোনা আক্রান্তের মধ্যে তবলিগি জামাত সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় দ্বিগুন।
[আরও পড়ুন:করোনার বলি ৫ বছরের শিশু, সবচেয়ে কম বয়সীর মৃত্যুতে শোকাহত ব্রিটেন]
The post ‘জামাত সদস্যরাই করোনা সংক্রমণের উৎস’, মন্তব্যের জেরে উত্তরপ্রদেশে গুলিবিদ্ধ এক appeared first on Sangbad Pratidin.
