shono
Advertisement

বিজেপিকে রুখতে সোশ্যাল মিডিয়ায় কর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ অভিষেকের

যুক্তি দিয়ে লাড়াইয়ের নির্দেশ৷ The post বিজেপিকে রুখতে সোশ্যাল মিডিয়ায় কর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ অভিষেকের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:30 PM Sep 10, 2018Updated: 09:30 PM Sep 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের দাপট বাড়াতে দলীয় নেতা কর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন তৃণমূল যুব কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়৷  সোমবার তৃণমূলের ডিজিটাল কনক্লেভ মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে দলীয় নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে লড়াইয় চালিয়ে যাওয়ার আহ্বান জানান৷ তবে, এই লড়াইয়ের হাতিয়ার হোক শুধুই যুক্তি, তা আরও একবার দলীয় কর্মীদের মনে করিয়ে দেন তৃণমূলের যুবরাজ৷

Advertisement

[‘জ্বালানির দাম বাড়লে ক্ষতি নেই, রাস্তাঘাট তো ভাল’, আজব সাফাই দিলীপ ঘোষের]

আগামী লোকসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়ার হাত ধরে যুব সমাজের কাছে পৌঁছানোর মরিয়া চেষ্টা শুরু করেছে তৃণমূল৷ গত তিন মাসের ব্যবধানে ডিজিটাল কর্মীদের সঙ্গে অন্তত তিনটি বৈঠক করে পরবর্তী রূপরেখাও নির্ধারিত হয়েছে৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কীভাবে বৃহত্তর জনতার কাছে পৌঁছে যাওয়া যায়, তা নিয়ে দফায় দফায় বৈঠকও করেছে তৃণমূল৷ ডিজিটাল দুনিয়ায় শক্তি বাড়াতে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল যুব কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর৷

[ফের পুলিশের জালে দমদমের ত্রাস হাতকাটা দিলীপ]

আজ, নজরুল মঞ্চে ডিজিটাল কনক্লেভে প্রধান বক্তা ছিলেন অভিষেক৷ বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় আমাদের আরও বেশি সক্রিয় হতে হবে৷’’ নিজের উদাহরণ টেনে মন্তব্য করেন, ‘‘আমি নিজে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়৷ আমি চাই, আমার দলের প্রতিটি সদস্য একই ভাবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠুক৷ যুক্ত দিয়ে নিজের মতামত প্রকাশ করুন৷’’ দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করে অভিষেক বলেন, ‘‘আমরা বিজেপির মতো টিভি চ্যানেল ও সংবাদপত্রের উপর নির্ভর করি না৷ আমরা নির্ভর করি আমার ডিজিটাল সেনার উপর৷’’ কর্মীদের উৎসাহিত করতে এদিন মুখ্যমন্ত্রীর কথাও তুলে ধরেন তিনি৷ বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় কে কী লিখছে, কী করছে, সবটাই নজরদারি করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফলে, ভাল কাজ করুন৷ নেত্রীর চোখে একদিন না একদিন পড়বেন৷’’

[হিন্দু হস্টেলের দাবিতে প্রেসিডেন্সির গেটে তালা, ঢুকতেই পারলেন না উপাচার্য]

গত মাস ছয়েক ধরেই ডিজিটাল মিডিয়া ব্যবহারকারীদের নিয়ে সাংগঠনিক স্তরে তৎপরতা শুরু করে টিম অভিষেক। ইতিমধ্যে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের দিয়ে দিনভর কর্মশালা করেছে দলের ডিজিটাল মিডিয়া সেল৷ রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্র ভিত্তিক ডিজিটাল বাহিনী গঠন করা হয়েছে৷ এরাই তালিম দেবেন ওই কেন্দ্রের নেতা-মন্ত্রীদের৷ বিজেপির সাধারণ কর্মী থেকে নেতারা ডিজিটাল মিডিয়া ব্যবহারে যতটা সড়োগড়ো, তুলনায় তৃণমূলের জনপ্রতিনিধিরা অনেকটাই পিছিয়ে রয়েছেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দলীয় স্তরে সোশ্যাল মিডিয়াকে প্রচারের কাজে লাগানোর পক্ষে সওয়াল করেছেন৷ তার পরই শুরু হয় দলীয় তৎপরতা৷  

The post বিজেপিকে রুখতে সোশ্যাল মিডিয়ায় কর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ অভিষেকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement