মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মৃত্যু দম্পতি ও তাঁদের সন্তানের। তাঁদের বাঁচাতে গিয়ে গুরুতর জখম এক বৃদ্ধাও। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী হাওড়ার উলুবেড়িয়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড। ওই বৃদ্ধা উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি। ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ, ও দমকল।
মৃতেরা হলেন বছর বত্রিশের ইয়াসিন মল্লিক। সাতাশ বছর বয়সি মহিমা বেগম এবং মাত্র এক বছর বয়সি হুমায়ারা খাতুন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত তিনটে নাগাদ আচমকাই ইয়াসিন মল্লিকের বাড়িতে আগুন লেগে যায়। একটি ঘরে শিশুসন্তান ও স্ত্রীকে নিয়ে ঘুমোচ্ছিলেন ইয়াসিন। পাশের ঘরে ঘুমাচ্ছিলেন ইয়াসিনের মা নুরজাহান বেগম।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: বন্ধুত্ব নিমেষে বদলে গেল শত্রুতায়! স্ক্রু ডাইভার দিয়ে কুপিয়ে খুন টিটাগড়ে]
তিনি চিৎকার করতে থাকেন। তাঁর আর্ত চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। যদিও ততক্ষণে আগুনে তিনজনের মৃত্যু হয়েছে। ইয়াসিনের মা নুরজাহান বেগম গুরুতর জখম হন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। পরে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ অগ্নিদগ্ধ নুরজাহান বেগমকে উদ্ধার করে। উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।