shono
Advertisement

শহরে ফের অটো দৌরাত্ম্য, সাউথ সিটি মলের কাছে দম্পতিকে হেনস্তা

মহিলার শ্লীলতাহানির অভিযোগ অটোচালকদের বিরুদ্ধে৷ The post শহরে ফের অটো দৌরাত্ম্য, সাউথ সিটি মলের কাছে দম্পতিকে হেনস্তা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:38 PM Mar 19, 2019Updated: 01:41 PM Mar 19, 2019

অর্ণব আইচ: শহরে অটো দৌরাত্ম্যের শিকার এক দম্পতি৷ সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের কাছে৷ মহিলার শ্লীলতাহানির এবং তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল যাদবপুর-তারাতলা রুটের অটো চালকদের বিরুদ্ধে৷ লেক থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত দম্পতি৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Advertisement

[জন্মের আগেই সন্তানের নাম দিয়ে তৈরি বার্থ সার্টিফিকেট, ন্যাশনাল মেডিক্যালে তৎপরতা ]

বেহালার পর্ণশ্রীর বাসিন্দা ওই মহিলা জানিয়েছেন, স্বামী, দুই সন্তান এবং বৃদ্ধা মা’কে নিয়ে সোমবার তিনি সাউথ সিটি মলে গিয়েছিলেন৷ মল থেকে বেরিয়ে তারাতলার উদ্দেশে যাওয়ার কথা ছিল তাঁদের৷ সেকারণে তারাতলা-যাদবপুর রুটের অটোস্ট্যান্ডে যান তাঁরা৷ কিন্তু সেখানে গিয়ে চরম বিপদের মুখে পড়তে হয় ওই মহিলাকে৷ তাঁর অভিযোগ, একের পর এক অটো চালক প্রত্যাখ্যান করেন৷ বারবার অনুরোধ করলেও তাঁরা যেতে চাননি৷ উলটে পালটা যুক্তি দেন, অটো খারাপ, অটোর চাকা খুলে যাবে ইত্যাদি৷

[ভোটের আগে টাকার পাহাড়, শহরে কড়া নজর রাখছেন গোয়েন্দারা]

মহিলার আরও অভিযোগ, এরপর অটোগুলির নম্বর প্লেটের ছবি তুলতে যান তিনি৷ তখনই তাঁর উপর চড়াও হয় ৩০ থেকে ৩৫ জন অটোচালক৷ অশ্লীলভাবে গালিগালাজ, এমনকী শ্লীলতাহানিও করা হয়৷ রুখে দাঁড়ালে, ওই মহিলার স্বামীকেও অটোচালকরা মারধর করে বলে অভিযোগ৷ হুমকি দেওয়া হয় এবং রীতিমতো ভয় দেখানো হয়৷ জানা গিয়েছে, এরপরই সেখানে উপস্থিত পুলিশ কর্মীর সাহায্য নেন ওই দম্পতি৷ এবং লেক থানায় ওই অটোচালকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত দম্পতি৷ পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে এখনও কেউ ধরা পড়েনি বলেই সূত্রের খবর৷ তবে এই ঘটনায় আরও একবার শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে৷ অটো দৌরাত্ম্য শহর কলকাতার প্রায় রোজকার ঘটনায় পরিণত হয়েছে৷ কিন্তু প্রশাসন নির্বিকার বলে অভিযোগ যাত্রীদের।

The post শহরে ফের অটো দৌরাত্ম্য, সাউথ সিটি মলের কাছে দম্পতিকে হেনস্তা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement