shono
Advertisement

COVID-19: রাজ্যে বাড়ল করোনা বিধিনিষেধের মেয়াদ, দেখে নিন কোন ক্ষেত্রে মিলল ছাড়

লোকাল ট্রেন এখনও বন্ধই থাকছে।
Posted: 09:16 PM Aug 28, 2021Updated: 09:27 PM Aug 28, 2021

মলয় কুণ্ডু: রাজ্যে ফের বাড়ল কোভিড (COVID-19) সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ।  সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধ। করোনার তৃতীয় ঢেউ সামলাতে আরও শক্তহাতে রাশ টানার পথেই এগোল রাজ্য সরকার। শনিবারই নবান্নের তরফে জারি হয়েছে নয়া নির্দেশিকা। তবে ছাড় মিলল আরও বেশ কয়েকটি ক্ষেত্রে। 

Advertisement

প্রতিযোগিতামূলক পরীক্ষার (Competetive exams) প্রস্তুতির ক্ষেত্রে পরীক্ষার্থীদের কথা ভেবে খোলা হচ্ছে কোচিং সেন্টার। তবে ৫০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে চলতে পারে ক্লাস। এমনই জানানো হয়েছে নবান্নের নির্দেশিকায়। সেক্ষেত্রে নিয়মিত স্যানিটাইজেশন দরকার। সমস্ত বিধি মেনে কোচিং সেন্টারগুলিতে ক্লাস চলতে পারে। তবে তা শুধু প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। স্কুল বা কলেজ পড়ুয়াদের জন্য এখনই কোচিং চালু হচ্ছে না। শনিবারও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দীপাবলির ছুটির পর থেকে রাজ্য়ে স্কুল, কলেজ খুলে দিতে প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার।  তেমন হলে এই সময়েই খুলতে পারে কোচিং। 

[আরও পড়ুন: নাচের অনুষ্ঠানের টোপ দিয়ে কলকাতায় এনে নর্তকীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক]

এছাড়া বাকি নিয়ম যেখানে যা জারি ছিল, তেমনই রয়েছে। লোকাল ট্রেন (Local trains) এবারও খুলছে না। চলবে স্টাফ স্পেশ্যাল ট্রেন। তাতে যাতায়াত করতে পারবেন  নিত্যযাত্রীরা। মেট্রোর সংখ্যাও বাড়ছে। ফলে নিত্যযাত্রীদের সমস্যা হবে না বলেই মনে করছে রাজ্য প্রশাসন।  এছাড়া সুইমিং পুল, ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল, প্রেক্ষাগৃহ খোলা রয়েছে। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এতে নতুন কোনও নিয়ম লাগু হচ্ছে না এখনই। নাইট কারফিউ চলবে রাত্রি ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত।  

[আরও পড়ুন: স্রেফ মার্কস-লেনিন নিয়ে কথা নয়, যেতে হবে প্রান্তিক এলাকায়, দলকে চাঙ্গা করতে নয়া নিদান CPM-এর]

এর আগে ৩০ আগস্ট পর্যন্ত রাজ্যে কোভিড বিধিনিষেধ জারি ছিল। তা আরও ১৫ দিন বাড়িয়ে দেওয়া হল। কেন্দ্রের তরফে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে  আগেই। এমনিতে রাজ্যের করোনা পরিস্থিতি মোটের উপর ভাল এই মুহূর্তে। কমছে দৈনিক সংক্রমণ, মৃত্যু। তা সত্ত্বেও কঠোর বিধিনিষেধ এখনই শিথিল করতে রাজি নয় সরকার। তারই পদক্ষেপ হিসেবে আরও ১৫ দিন বাড়ানো হয় COVID-19 restrictions.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার