সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোউইন (CoWIN) অ্যাপের মাধ্যমে ভারতীয়দের তথ্য ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কিছুদিন ধরেই শোরগোল চলছে। এবার দিল্লি পুলিশের জালে এক অভিযুক্ত। বিহার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, কোউইন অ্যাপ থেকে তথ্য টেলিগ্রামে আপলোড করত অভিযুক্ত।
কোভিড টিকাকরণের (COVID vaccine) জন্য নাম নথিভুক্ত করার জন্য কোউইন অ্যাপ (Co-WIN) ব্যবহার করতে হয়েছিল দেশবাসীকে। আর সেই অ্যাপ থেকেই ফাঁস হয়ে গিয়েছে বহু ভারতীয়র ব্যক্তিগত তথ্য! সম্প্রতি এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছিল। অভিযোগ ছিল, এই অ্যাপে নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন ফেসবুক, এনপিআর স্মার্ট কার্ড বা ভোটার আইডি কার্ডের মধ্যে যে কোনও একটি ব্যবহার করতে হত। আর এর ফলে ঠিকানা, জন্মতারিখ, পরিবারের অন্য সদস্যদের নামের মতো বহু স্পর্শকাতর তথ্য সেখানে রয়ে গিয়েছে। সেই তথ্যই ফাঁস হচ্ছে টেলিগ্রামে। এই অভিযোগে সরব হয়েছিল তৃণমূলও। দ্রুত পদক্ষেপের আরজি জানানো হয়েছিল।
[আরও পড়ুন: নতুন বউয়ের টানে বাড়ি ফেরাই কাল! পুলিশের জালে ভাদু শেখ খুনে অভিযুক্ত নিউটন]
এবার তথ্য ফাঁসের অভিযোগে দিল্লি পুলিশের জালে এক অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক বিহারের বাসিন্দা। কোউইনের ডেটাবেস নিয়ম বহির্ভূতভাবে সে অ্যাকসেস করতে পারত। যে তথ্য ফাঁসের যুক্ত বলেই দাবি পুলিশের। তবে এর পিছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, করোনা কালে বহু চর্চিত একটি অ্যাপ হল কোউইন। অধিকাংশ মানুষই এর সঙ্গে পরিচিত। কারণ, ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে নাম নথিভুক্ত করতে হত এই অ্যাপের মাধ্যমেই। কেন্দ্রের তরফেও জানানো হয়েছিল, এই অ্যাপটি একেবারেই নিরাপদ।