shono
Advertisement

Breaking News

গরুর ঢেঁকুরে উষ্ণ হচ্ছে পৃথিবী! সমাধানে অভিনব পন্থা বিজ্ঞানীদের

অভিনব উদ্ভাবনে মুগ্ধ প্রিন্স চার্লস।
Posted: 05:07 PM Apr 30, 2022Updated: 05:07 PM Apr 30, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবী যে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এ কোনও নতুন কথা নয়। বিশ্ব উষ্ণায়ন নিয়ে উদ্বিগ্ন পরিবেশবিদরা। যার পিছনে অন্যতম এক ফ্যাক্টর মিথেন গ্যাস। যার অন্যতম উৎস গরুর (Cow) মতো গবাদি পশুরা। গরুর ঢেঁকুর থেকে নির্গত বিষাক্ত মিথেনে বিষিয়ে উঠছে পরিবেশ। আর তার হাত থেকে রেহাই পেতেই এবার নয়া যন্ত্র আবিষ্কার করলেন ব্রিটেনের (UK) বিজ্ঞানীরা। যা দেখে মুগ্ধ প্রিন্স চার্লস।

Advertisement

জেল্প নামের এক সংস্থা তৈরি করেছে ওই যন্ত্র। কী ভাবে কাজ করে এই যন্ত্র? এটি দেখতে অনেকটা মাস্কের মতো। এর ভিতরে এমন এক যন্ত্র রয়েছে যা গরু ঢেঁকুর তোলার পর নির্গত মিথেনকে বন্দি করে ফেলে। যন্ত্রের ভিতরে এটি পরিণত হয় কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্পে। ফলে মিথেনজনিত দূষণের হাত থেকে রেহাই মেলে। দেখা গিয়েছে, গরু যত মিথেন নিঃসরণ করে তার মধ্যে ৯৫ শতাংশই আসে মুখ ও নাসারন্ধ্র থেকে নিঃসৃত হয়ে।

[আরও পড়ুন: রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টোডাঙা উড়ালপুল থেকে নিচে ছিটকে পড়ল বাইক, মৃত্যু চালকের]

জেল্প নামে সংস্থাটির দাবি, পরীক্ষায় দেখা গিয়েছে ৫৩ শতাংশ মিথেন নিঃসরণ হ্রাস পেয়েছে এর ফলে। তাদের দাবি, এই ভাবে চলতে থাকলে আগামী বছরের মধ্যে এই হার ৬০ শতাংশে পৌঁছবে। ইতিমধ্যেই ব্রিটেনের সবচেয়ে বড় মাংস উৎপাদনকারী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল জেল্পের সঙ্গে। উদ্দেশ্য, তাদের যন্ত্রটি পরীক্ষা করে দেখা।

এমন এক আবিষ্কার দেখে মুগ্ধ প্রিন্স চার্লস। সম্প্রতি রয়্যাল কলেজ অফ আর্টে গিয়েছিলেন তিনি। সেখানেই এই আশ্চর্য যন্ত্র দেখতে পান চার্লস। তিনি তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, পরিবেশ দূষণ ও উষ্ণায়নের সঙ্গে লড়াইয়ে অল্প সময়ে সাফল্য পেতে হলে এই ধরনের উদ্ভাবন অত্যন্ত জরুরি। তিনি বলেছেন, ”আমি এই সংস্থাকে সম্ভাব্য সমস্ত সাফল্যের জন্য আগাম অভিনন্দন জানাই। অনেক অভিনন্দন!”

[আরও পড়ুন: তিন মাস ধরে দাউদাউ জ্বলেছিল নালন্দার পাঠাগার, কেন এই মহাবিহার ধ্বংস করেছিলেন খিলজি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার