বুদ্ধদেব সেনগুপ্ত: নিউজ ওয়েবসাইট নিউজক্লিকের চিনা অনুদান মামলায় দিল্লি পুলিশের র্যাডারে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও (Sitharam Yechuri)? মঙ্গলবার নিউজক্লিকের ১২ জন সংবাদকর্মীর বাড়িতে যেমন তল্লাশি চালানো হল, তেমনই সিপিএম সাধারণ সম্পাদক ইয়েচুরির সরকারি বাসভবনেও তল্লাশি চালাল দিল্লি পুলিশ (Delhi Police)।
স্বীকৃত জাতীয় দলের সাধারণ সম্পাদক হিসেবে সীতারাম ইয়েচুরির নামে দিল্লিতে একটি বাড়ি বরাদ্দ। যদিও ওখানে ইয়েচুরি নিজে বসবাস করেন না। সারা ভারত কৃষক সভার অফিস রয়েছে ওই বাড়িটিতে। কৃষক সভা এবং পার্টির কেন্দ্রীয় কমিটি অফিসের কয়েক জন কর্মী ওখানে সপরিবারে থাকেন। ওই কর্মীদেরই একজনের ছেলে নিউজক্লিক-এ কাজ করেন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে। জানা গিয়েছে, নিউজক্লিকের ওই কর্মীর ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করতেই তল্লাশি চালাতে গিয়েছিল দিল্লি পুলিশ।
[আরও পড়ুন: জঙ্গলে লুকিয়ে জেহাদিরা, কাশ্মীরে চলছে জোর গুলির লড়াই]
উল্লেখ্য, বেআইনিভাবে চিনা বিনিয়োগ গ্রহণ করার অভিযোগে নিউজক্লিক (Newsclick) নামের ওই নিউজ ওয়েবসাইটের বিরুদ্ধে UAPA ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। ওই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার সকালে ওই সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত প্রায় ১২ জন সাংবাদিকের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশের বিশেষ দল। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিকদের জেরার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
[আরও পড়ুন: বিপক্ষের মাঠেই কর্মসূচি, দেশের নজরে তৃণমূল]
প্রসঙ্গত, গত আগস্ট মাসেই চিনা (China) প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছিল নিউজক্লিকের অন্যতম মালিক নেভিল সিংহমের বিরুদ্ধে। তার পরই নিউজক্লিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। জানা গিয়েছে, মঙ্গলবার সেই মামলাতেই সাংবাদিকদের বাড়িতে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশের বিশেষ দল। নিউজক্লিকের সঙ্গে যুক্ত থাকা এক সাংবাদিকের সূত্র ধরেই সিপিএম সাধারণ সম্পাদকের বাড়িতে যায় দিল্লি পুলিশ। ইয়েচুরির দাবি, কোনও এফআইআর দেখানো হয়নি। কোন মামলায় তল্লাশি জানানো হয়নি। এভাবে যদি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা হয়, তাহলে সেটার প্রতিবাদ হবে।