কৃষ্ণকুমার দাস: শতরূপ ঘোষের ২২ লাখি বিলাসবহুল গাড়ি এবং আলিমুদ্দিনে বসে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে অশালীন আক্রমণ করা নিয়ে সিপিএমের অন্দরেই তুমুল ঝড় শুরু হয়েছে। পরিচিত বাম কর্মী ও তাঁদের পরিবারের দ্বারা ফেসবুক ও হোয়াটসঅ্যাপে চরম ট্রোলড হচ্ছেন শতরূপ। বিশেষ করে বাবার উদাহরণ দেওয়া নিয়েও মিম হচ্ছে কসবা বিধানসভা কেন্দ্রে ভোটে হারার রেকর্ড গড়া বাম প্রার্থীকে নিয়ে। বামপন্থী কর্মীরাই পরিবারের হোলটাইমারদের ব্যক্তিগত জীবনযাপনের তথ্য তুলে শতরূপের বিলাসবহুল জীবনের কাহিনি উল্লেখ করে তুলোধোনা শুরু করেছেন।
রাজ্য সিপিএমের শীর্ষ মহলে প্রশ্ন উঠেছে, আলিমুদ্দিনে বসেই কমিউনিজমের তত্ত্ব সরিয়ে রেখে শতরূপ যেভাবে কনজিউমারিজমের ফর্মিলা প্রতিষ্ঠা করেছেন তা কি আদৌ মানা সম্ভব? আবার ২২ লাখি গাড়ির বিলাসিতা নিয়ে কটাক্ষ করতে গিয়ে বিমান বসুর উদাহরণ দিয়ে পারিবারিক সম্পত্তি ছেড়ে এসে কীভাবে পার্টির হোলটাইমার হয়ে জীবন কাটাচ্ছেন তাও উল্লেখ করেছেন। কুণাল ঘোষকে অশালীন আক্রমণ করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা চৌধুরী নামে একজন লিখেছেন,‘শতরূপ, টেস্টটিউব বেবিদের অপমান করার অধিকার তোমায় কে দিল? কুণাল ঘোষের বক্তব্যের জবাব দিতে গিয়ে বামেদের আরও নিচে নামিয়ে দিলে।’
[আরও পড়ুন: নিশানায় বিচারপতি গঙ্গোপাধ্যায়? ‘খেয়ালখুশি মতো রায় দেন’, সুপ্রিম কোর্টে সরব মুকুল রোহতগী]
শতরূপকে সিপিএমের মধ্যে যাঁরা সমর্থন করছেন, তাঁদের আক্রমণ করে বুধবারই ফেসবুকে অরিন্দম দীঘল লিখেছেন, ‘বুদ্ধবাবু, সূর্যবাবু, বিমানবাবুর খুব সহজ সরল জীবনযাত্রাকে গ্লোরিফাই করে বামপন্থার জয়গান করবো আবার একইসঙ্গে শতরূপ ঘোষ কেন দামী গাড়ি চড়বে না, সেই নিয়েও ডিফেন্ড করবো। এই লেভেলের হিপোক্রেসি সারা বিশ্বে বিরল।’ অবশ্য সবাইকে ছাপিয়ে গিয়েছেন অতনু সিংহ। কবি সুকান্ত ভট্টাচার্যর কবিতার অংশ উল্লেখ করে ২২ লাখি গাড়ির পাশাপাশি শতরূপের বিয়ের ‘গ্র্যান্ড রিসেপশন, ব্র্যান্ডেড পোশাক ও আইফোন’ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। লিখেছেন, ‘বুদ্ধদেববাবুর ভক্ত শতরূপদের কাছে নাইটক্লাব-ডিস্কো-সহ কনজিউমারিস্ট লাইফস্টাইলই কালচার হয়ে গেছে সহজে।’ নয়া প্রজন্মের বিলাসবহুল লাইফস্টাইল নিয়ে কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, ‘কোন মুখে তাঁরা মার্ক্স লেনিন, স্তালিনের নাম আউড়ান?’