শেখর চন্দ্র, আসানসোল: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) গ্রেপ্তার হতেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। বীরভূমের তৃণমূল (TMC) সভাপতিকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ চলেছে বৃহস্পতিবার। তাঁকে বোলপুর থেকে বের করে দুর্গাপুর হয়ে আসানসোল আদালতে পেশ করতে যাওয়ার পথে ‘চোর’, ‘গরু চোর’ স্লোগান তুললেন বিক্ষোভকারী। তবে আসানসোল (Asansol)আদালত চত্বরে দেখা গেল সবচেয়ে বড় বিক্ষোভের ছবি। হাতে জুতো নিয়ে, ‘চোর চোর’ স্লোগান তুলে অনুব্রতর গাড়ির দিকে ছুটে গেলেন বিক্ষোভকারীরা। যদিও পুলিশ কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিন দুপুরে অনুব্রত মণ্ডলকে বোলপুরের (Bolpur) নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার করে প্রথমে নিয়ে যাওয়া হয় কুলটিতে ইসিএলের গেস্ট হাউসে। সেখানে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করান। তারপর তৃণমূল নেতাকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই যাত্রাপথের মাঝেই অনুব্রত অন্তত ২ বার বিক্ষোভের মুখে পড়েন। বিরোধী রাজনৈতিক দলগুলিই এর নেপথ্যে রয়েছে বলে দাবি অনুব্রত ঘনিষ্ঠদের। যদিও তদন্তকারীদের দাবি, এটা আসলে জনরোষ।
[আরও পড়ুন: বঙ্গ তনয়ার প্রেমে হাবুডুবু, জার্মানি থেকে চুঁচুড়ায় ছাদনাতলায় ড্যানিয়েল]
বিকেলে আসানসোল আদালতে অনুব্রতকে পেশ করার সময়েই বিশৃঙ্খলা চরমে উঠল কার্যত। জুতো হাতে মহিলারাও এগিয়ে যান তাঁর গাড়ি লক্ষ্য করে। ‘চোর চোর’ স্লোগান তুলে তাঁর গাড়ি আটকানোর চেষ্টা হয়। বিপদ বুঝে পুলিশ আদালত চত্বর থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।
[আরও পড়ুন: বাড়িতে সিবিআই হানা, খবর পেয়ে কী করলেন অনুব্রত?]
এর আগে একইভাবে এসএসসি দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) লক্ষ্য করে জুতো ছুঁড়তে দেখা গিয়েছিল এক মহিলাকে। সপ্তাহখানেক আগে ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে গিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। শুভ্রা ঘোড়ুই নামে ওই মহিলা নিজের জুতো খুলে ছুঁড়ে মারেন পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। যদিও তা তাঁর গায়ে লাগেনি। কিন্তু প্রতিবাদের এহেন বহিপ্রকাশ ঘটিয়ে কার্যত হিরো হয়ে গিয়েছিলেন শুভ্রা। প্রতিবাদের সেই পথে হেঁটেই অনুব্রতর (Anubrata Mandal) বিরুদ্ধেও জুতো হাতে সকলে সরব হলেন বলে মনে করা হচ্ছে।