সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন হতে গেলে অস্ট্রেলিয়াকে (Australia) হারাতেই হবে। ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir) এমনটাই মনে করেন।
৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ ৮ অক্টোবর। গম্ভীর বলছেন, ”আমি সবসময়ে বলে আসছি বিশ্বকাপ জিততে হলে অস্ট্রেলিয়াকে হারাতে হবে। ২০০৭ সালে আমরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলাম। সেবার অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়েছিলাম আমরা। ২০১১ সালেও কোয়ার্টার ফাইনালে আমরা অজিদের হারিয়েছিলাম।”
[আরও পড়ুন: ‘বিশ্বজয়ী হওয়ার পরেও আমাকে স্বীকৃতি দেয়নি ক্লাব’, সাঁ জাঁ-র বিরুদ্ধে অভিমানী মেসি]
২০০৭ এবং ২০১১ বিশ্বকাপে অজিদের পরাস্ত করেই ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। আর সেই সূত্র ধরেই গম্ভীর বলছেন, ”যে কোনও আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া দারুণ শক্তিশালী এক দল। র্যাঙ্কিং দূরে সরিয়ে রাখুন।ক্রমতালিকা কিছুই প্রমাণ করে না। র্যাঙ্কিংয়ে যে কোনও পজিশনেই থাকতে পারে অস্ট্রেলিয়া কিন্তু আইসিসি টুর্নামেন্টে ওরা বিপজ্জনক। আত্মবিশ্বাস রয়েছে দলটার, চ্যাম্পিয়ন হওয়ার বারুদ রয়েছে দলে। বড় ম্যাচ, বড় ইভেন্টে দারুণ ভাবে জ্বলে উঠতে পারে অস্ট্রেলিয়া।”