সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকা, নাকি কঠিন সময়ে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া। কোনটা বেছে নেওয়া উচিত রোহিত শর্মার? এই নিয়ে দ্বিধাবিভক্ত ভারতীয় ক্রিকেট মহল। সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি ঘুরিয়ে রোহিতের ছুটির বিরোধিতা করেছেন। আবার অ্যারন ফিঞ্চ টিম ইন্ডিয়ার অধিনায়কের ছুটির সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এই বিতর্কের মধ্যে এবার আসরে নেমে পড়লেন খোদ ভারত অধিনায়কের স্ত্রী ঋতিকা সাজদে। ঘুরিয়ে বুঝিয়ে দিলেন, তিনি স্বামীর ছুটি নেওয়ার পক্ষেই।
আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম টেস্টে রোহিত খেলবেন কিনা, সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা রয়েছে। যা খবর তাতে ভারত অধিনায়ক দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। পার্থ টেস্টের সময়ই পৃথিবীর আলো দেখার কথা রোহিতের দ্বিতীয় সন্তানের। সেকারণেই নাকি ভারত অধিনায়ক আগেভাগে বোর্ডের কাছে ছুটিও চেয়ে রেখেছিলেন।
কিন্তু সেই নিয়ে তাঁকে সমালোচনায় বিদ্ধ করেছে ক্রিকেট মহলের একটা অংশ। সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি বলে দিয়েছেন, রোহিত যদি ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচে অধিনায়কত্ব না করে ছুটি নেন, তাহলে গোটা সিরিজেই আর তাঁকে অধিনায়ক পদে ফেরানোর দরকার নেই। যদিও উলটো কথা ফলেছেন প্রাক্তন বিশ্বজয়ী অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাঁর বক্তব্য ছিল, 'আমি গাভাসকরের সঙ্গে এ বিষয়ে একেবারেই একমত নই। রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক হলেও তাঁর বাড়িতে সন্তান আসছে। এমন মুহূর্তে যদি কারও পরিবারের সঙ্গে থাকতে ইচ্ছা হয়, তাহলে তাঁকে সেই সময়টা দেওয়া উচিত।"
ঋতিকা সোশাল মিডিয়ায় ফিঞ্চের এই মন্তব্যকেই সমর্থন করেছেন। এই মন্তব্যটি লেখা একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে সঙ্গে 'স্যালুট' ইমোজি দিয়েছেন রোহিত শর্মার স্ত্রী। অর্থাৎ প্রকাশ্যে এভাবে পাশে দাঁড়ানোর জন্য ফিঞ্চকে সমর্থন করছেন ঋতিকা। এতে দুটো জিনিস স্পষ্ট। এক ঋতিকা সত্যিই মা হচ্ছেন, সরকারিভাবে শর্মা পরিবার কিছু না জানালেও তাতে আর কোনও সংশয় নেই। দুই, ঋতিকা চান ওই সময় রোহিত ছুটি নিয়ে তাঁর পাশেই থাকুন। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, বর্ডার-গাভাসকর ট্রফির জন্য রবিবারই অস্ট্রেলিয়া উড়ে যাবেন রোহিত।