সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহ-অধিনায়ক শুভমান গিল টি-২০ দল থেকে বাদ পড়ায় অবাক হয়েছেন অনেকেই। আসলে গিলকে বাদ দিয়ে গম্ভীর-আগরকর বার্তা দিয়েছেন, যত বড় মহাতারকাই হোন, পারফর্ম না করলে বাদ পড়তে হবে। তবে সেই বার্তা তাঁর একার জন্য ছিল না। একই রকম বার্তা নাকি দেওয়া হয়েছে টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদবকেও (Suryakumar Yadav)। তাঁকে নাকি ম্যানেজমেন্ট স্পষ্ট করে বলে দিয়েছে, স্রেফ অধিনায়ক বলেই তিনি টিমে রয়ে গেলেন। পারফর্ম না করলে এবার বাদ পড়তে হবে।
আসলে ফর্মের বিচারে গিলের চেয়েও খারাপ অবস্থা দলের অধিনায়কের। চলতি বছরে ১৫ টি-টোয়েন্টি ইনিংসে গিল করেছেন ২৯১ রান। ১৩৭ স্ট্রাইক রেটে। 'আর ১৯ ইনিংস খেলে সূর্য করেছেন ২১৮ রান। স্ট্রাইক রেট ১২৩.২। গড় মাত্র ১৩.৬২। সর্বোচ্চ এশিয়া কাপে করা ৪৭ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ৩-১ ব্যবধানে ভারত সিরিজ জিতেলেও চার ইনিংসে সূর্যকুমার করেছেন মাত্র ৩৪ রান। গড় মাত্র ৮.৫০। স্ট্রাইক রেটও তথৈবচ। মাত্র ১০৩.০৩।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সূর্য দলে রয়ে গিয়েছেন স্রেফ অধিনায়ক বলে। তাঁকে নাকি স্পষ্ট বলে দেওয়া হয়েছে, দ্রুত ফর্মে না ফিরলে ড্রেসিংরুমে সম্মান হারাবেন সূর্য। যা দলের জন্য ভালো লক্ষ্মণ নয়। আর খারাপ ফর্ম যদি চলতে থাকে, তাহলে দলেও ভবিষ্যতে জায়গা হবে না। আসলে কোচ গম্ভীরের বার্তা স্পষ্ট, যে কোনও মূল্যে দলকে জেতাতে হবে। পারফর্ম করতে হবে। অতীত পারফরম্যান্সের ভিত্তিতে কাউকে দলে রাখা হবে না। এমনিতে টি-২০ বিশ্বকাপের পর সূর্যকে যে আর অধিনায়ক রাখা হবে না, সেটা একপ্রকার স্পষ্ট।
তবে ৩৫ বছর বয়সি সূর্য আশাবাদী, আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফর্মে ফিরবেন। বিশ্বকাপের আগে সূর্যকুমার বলছেন, “আমি নিশ্চিত প্রত্যেকেই কোনও না কোনও সময় এই ফেজের মধ্য দিয়ে গিয়েছে। কেরিয়ারে ওঠাপড়া লেগেই থাকে। আমি জানি কী করতে হবে। কোথায় ভুল হচ্ছে, তাও জানি। হাতে এখনও কিছুটা সময় আছে। সামনে নিউজিল্যান্ড সিরিজ আসছে। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপও। আপনি অবশ্যই সূর্যকে ফিরে আসতে দেখবেন।” ফিরে অবশ্য ভারত অধিনায়ককে আসতেই হবে। নাহলে কোচ গম্ভীর তাঁর ফেরার রাস্তা পুরোপুরি বন্ধ করে দেবে।
