সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পরেই আইপিএল। এর আগে বড় সিদ্ধান্ত নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board)। এবার থেকে ইচ্ছামতো বিশ্বের যে কোনও দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা (Afghanistan Cricketers)। জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আফগান বোর্ড বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সর্বাধিক তিনটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেওয়া হবে রশিদ খান, মহম্মদ নবিদের। বৃহস্পতিবার আফগানিস্তান বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সঙ্গে এ কথাও বলা হয়েছে, আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলতেই হবে আফগান ক্রিকেটারদের। চলতি বছর অক্টোবরে আরব আমিরশাহীতে পাঁচটি দল নিয়ে শুরু হতে চলেছে আফগানিস্তানের নিজস্ব লিগ। এই টুর্নামেন্টে খেলা বাধ্যতামূলক করেছে আফগান বোর্ড।
'আমাদের লক্ষ্য, ক্রিকেটারদের শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার বিষয়ে প্রাধান্য দেওয়া।'
আফগান বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'ক্রিকেটারদের তরতাজা রাখতে নতুন নীতি নিয়েছে বোর্ড। আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলতেই হবে দেশীয় ক্রিকেটারদের। এর পাশাপাশি বছরে আরও তিনটি লিগে খেলার অনুমতি দেওয়া হবে আফগান ক্রিকেটারদের। যাতে দেশের হয়ে ওদের মাঠে নামতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য, ক্রিকেটারদের শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার বিষয়ে প্রাধান্য দেওয়া।'
অর্থাৎ অতিরিক্ত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলায় লাগাম টানছে আফগান ক্রিকেট বোর্ড। তবে আফগান বোর্ডের নতুন সিদ্ধান্তে আর্থিকভাবে ক্ষতির সামনে পড়তে পারেন আফগান ক্রিকেটাররা। এই প্রসঙ্গে সবার আগে উঠে আসছে রশিদ খানের নাম। তিনি দক্ষিণ আফ্রিকার SA20-তে এমআই কেপ টাউনকে নেতৃত্ব দিচ্ছেন। তাছাড়াও আইএল টি-টোয়েন্টি লিগে এমআই এমিরেটস এবং মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্ক দলে রয়েছেন। তাছাড়া আইপিএলে রয়েছেন গুজরাট টাইটান্সে। আপাতত চারটি ফ্র্যাঞ্চাইজি দলে খেলছেন তিনি। তাই আফগান বোর্ডের নতুন 'ফতোয়া'য় যে কোনও একটি লিগের মায়া ত্যাগ করতে হবে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারীকে।
তাছাড়াও নুর আহমেদ, মুজিব উর রহমান, রহমানউল্লাহ গুরবাজ, আল্লামহম্মদ গাজানফার, নাভিন উল হক, ফজলহক ফারুকিরা বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন। এবার থেকে তাঁদেরও বেছে বেছে বিদেশি লিগে অংশ নিতে হবে। উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ১৯ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে এই সিরিজকে।
