shono
Advertisement
T20 World Cup 2026

আলি খানের পর ইংল্যান্ড ক্রিকেটারদের জন্যও ভারতের দরজা বন্ধ! মিলল না ভিসা

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে নামার আগে শ্রীলঙ্কায় সিরিজ খেলার কথা ছিল ইংল্যান্ডের। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইংল্যান্ডের ক্রিকেটাররা ওই সিরিজেই একত্রিত হয়ে তারপর ভারতে খেলতে আসবেন, এমনটাই পরিকল্পনা ছিল। তার মধ্যেই তৈরি হয়েছে ভিসা জট।
Published By: Anwesha AdhikaryPosted: 02:29 PM Jan 15, 2026Updated: 04:14 PM Jan 15, 2026

আমেরিকার পর এবার ইংল্যান্ড। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে ভিসা সমস্যায় আরও এক দেশ। শোনা যাচ্ছে, ইংল্যান্ড দলের দুই পাক বংশোদ্ভূত ক্রিকেটার আদিল রশিদ এবং রেহান আহমেদের ভিসা এখনও মঞ্জুর হয়নি। ইসিবি সূত্রে খবর, ভারত সরকারের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে দুই ক্রিকেটারের ভিসা নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু কবে ভিসা হাতে পাবেন দুই স্পিনার, উত্তর নেই।

Advertisement

বছরদুয়েক ধরেই ভারতের ভিসা পেতে বিরাট সমস্যায় পড়ছেন ইংল্যান্ডের পাক বংশোদ্ভূত ক্রিকেটাররা। ২০২৪ সালের শুরুতে ভারতে টেস্ট সিরিজ খেলতে আসার সময়ে ভিসা পাননি শোয়েব বশির। ওই সিরিজেই রীতিমতো নাটক হয় রেহান আহমেদের ভিসা নিয়েও। শেষ পর্যন্ত মাত্র দু'দিনের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন রেহান। কাঠখড় পুড়িয়ে তাঁকে মাঠে নামানো হয়। এবার টি-২০ বিশ্বকাপের আগেও ফের ভিসা সমস্যায় পড়ল ইংল্যান্ড।

এবার বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াডে রয়েছেন দু'জন পাক বংশোদ্ভূত ক্রিকেটার। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে নামার আগে শ্রীলঙ্কায় সিরিজ খেলার কথা ছিল ইংল্যান্ডের। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইংল্যান্ডের ক্রিকেটাররা ওই সিরিজেই একত্রিত হয়ে তারপর ভারতে খেলতে আসবেন, এমনটাই পরিকল্পনা ছিল। কিন্তু ভিসা সমস্যায় আটকে থাকা রশিদ এবং রেহান কবে ভারতে আসতে পারবেন, সেই নিয়ে ধোঁয়াশা বাড়ছে।

ভারত সরকারের তরফ থেকে ইংল্যান্ড বোর্ডকে নাকি জানানো হয়েছে, রশিদ এবং রেহানের ভিসার আবেদন নিয়ে সরকারিভাবে কোনও সমস্যা নেই। তা সত্ত্বেও ভিসা পাননি দুই ক্রিকেটার। এহেন পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের দ্বারস্থ হয়েছে ইসিবি। দ্রুত ভিসা পাওয়ার আশায় বোর্ড আবেদন জানিয়েছে সরকারের কাছে। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপে চার পাক বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার ভিসা পাননি এখনও। সেই নিয়ে চলছে বিতর্ক। এবার সেই তালিকায় যোগ হল ইংল্যান্ডের নামও। আরও একাধিক স্কোয়াডে রয়েছেন পাক বংশোদ্ভূত ক্রিকেটার। বিশ্বকাপের আগে কি তাঁদেরও ভিসা ভোগান্তিতে পড়তে হবে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement