shono
Advertisement

Breaking News

Ajay Verma

আচমকা প্রয়াত বাংলার রনজি তারকা, শোকের ছায়া বঙ্গ ক্রিকেটে

Former Bengal Ranji Cricketer: অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদারদের মতো তারকাদের সঙ্গেও জড়িয়ে ছিলেন তিনি।
Published By: Anwesha AdhikaryPosted: 07:18 PM Jan 15, 2026Updated: 07:41 PM Jan 15, 2026

আচমকাই হৃদরোগে প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা। বাংলার জার্সিতে ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। পরে যুক্ত ছিলেন সিএবির ভিশন প্রোগ্রামেও। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তিনি অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রাক্তন ক্রিকেটারের প্রয়াণে বঙ্গ ক্রিকেটে শোকের ছায়া। 

Advertisement

একটা সময়ের সতীর্থ অজয়ের প্রয়াণে শোকস্তব্ধ বাংলার রনজিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন অলরাউন্ডারের প্রয়াণের খব শুনে তিনি বলেন, "ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার নেতৃত্বে খেলেছে অজয়। আমি অত্যন্ত মর্মাহত। কী বলব বুঝতে পারছি না।" ৬২ বছর বয়সি অজয় বর্তমানে সিএবির ২০২৮ ভিশন প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। বয়সভিত্তিক দলগুলির কোচিংয়ের দায়িত্বে ছিলেন। জন্মদিনের মাত্র ২০ দিন পরেই তিনি চলে গেলেন না ফেরার দেশে।

১৯৮৬ থেকে শুরু করে দীর্ঘ ১২ বছর বাংলার জার্সিতে খেলেছেন এই অলরাউন্ডার। ডানহাতে ব্যাটিংয়ের সঙ্গে অফব্রেক বল করতেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৬টি উইকেট পেয়েছেন। ব্যাট হাতে ১২৬৩ রান করেছেন। ১৯৯৮ সালে ক্রিকেট কেরিয়ার শেষ করে পুরোদমে কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন অজয়। অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে কাজ করেছেন। যুক্ত ছিলেন মহিলা দলের সঙ্গেও। অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদারদের মতো তারকাদের সঙ্গেও জড়িয়ে ছিলেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় অজয়কে। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। হাসপাতালের চিকিৎসাতেও সাড়া দেননি। তাঁর প্রয়াণে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল বলেন, "এরকম সৎ মানুষ আমি আর দেখিনি। জীবনে খুব কম মানুষকে এরকম দেখেছি। অজয়দার সঙ্গে আমি খেলেছি। বিশ্বাস করতে পারছি না উনি আর নেই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement