shono
Advertisement

Breaking News

Ajinkya Rahane

তিন ম্যাচে সুযোগ পাননি, ম্যাঞ্চেস্টার টেস্টে সেই তারকাকেই দলে চাইছেন রাহানে!

দলে ফিরবেন কুলদীপ যাদব?
Published By: Prasenjit DuttaPosted: 03:39 PM Jul 18, 2025Updated: 03:39 PM Jul 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে শুরু হবে চতুর্থ টেস্ট। জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কিছু বদল আসতে পারে। প্রশ্ন হল, ম্যাঞ্চেস্টারে কি দলে ফিরবেন কুলদীপ? এ ব্যাপারে অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানে টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল এবং প্রধান কোচ গৌতম গম্ভীরকে বিশেষ পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, ম্যাঞ্চেস্টারে জিততে গেলে অতিরিক্ত এক বোলারকে খেলাতে হবে।

Advertisement

রাহানে তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, "আমরা সকলেই জানি চতুর্থ এবং পঞ্চম দিনে ব্যাট করা কঠিন। এই সময় রান করা সহজ নয়। তবে, ইংল্যান্ড সত্যিই ভালো বোলিং করেছে। কিন্তু প্রথম ইনিংসে বড় স্কোর করার সুযোগ হাতছাড়া করেছে ভারত। আমার মনে হয়, ম্যাঞ্চেস্টারে একজন অতিরিক্ত বোলারকে খেলানো উচিত। কারণ টেস্ট জিততে গেলে ২০ উইকেট নেওয়া দরকার।"

রাহানে কি তবে দলে কুলদীপ যাদবকে চাইছেন? সেটা অবশ্য সরাসরি বলেননি ৩৭ বছরের এই ক্রিকেটার। যদিও ভারতীয় দলের প্রথম একাদশের দিকে দেখলে বোঝা যাবে, টিম ম্যানেজমেন্ট অলরাউন্ডার রাখার পক্ষপাতী। তাই কুলদীপ খেললে বসতে হবে নীতীশ রেড্ডিকে? লর্ডসে বল হাতে ভালো পারফরম্যান্স করেছেন নীতীশ। সেই কারণে কুলদীপ আদৌ চতুর্থ টেস্টে সুযোগ পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে কুলদীপের অভিষেক হলেও ১৩টির বেশি টেস্ট খেলার সুযোগ পাননি। মাত্র ২২.১৬ গড়ে ৫৬টি উইকেট শিকার করেছেন তিনি।

অন্যদিকে, তৃতীয় টেস্টে ইংল্যান্ড অধিনায়কের পারফরম্যান্সে মুগ্ধ রাহানে। তাঁর মন্তব্য, "‌দুর্দান্ত খেলেছে বেন স্টোকস। বোলার হিসেবে তো বটেই, অধিনায়ক হিসেবেও দারুণ প্রভাব ফেলেছে ও। যেটা লর্ডস টেস্টে অনেকটাই পার্থক্য গড়ে দেয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানে টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল এবং প্রধান কোচ গৌতম গম্ভীরকে বিশেষ পরামর্শ দিয়েছেন।
  • তাঁর মতে, ম্যাঞ্চেস্টারে জিততে গেলে অতিরিক্ত এক বোলারকে খেলাতে হবে।
  • ২০১৭ সালে কুলদীপের অভিষেক হলেও ১৩টির বেশি টেস্ট খেলার সুযোগ পাননি কুলদীপ।
Advertisement