shono
Advertisement
Andre Russell

আইপিএল থেকে অবসর ঘোষণা রাসেলের, ফিরছেন কেকেআরেই

আইপিএলে আর দেখা যাবে না দ্রে-রাস ঝড়।
Published By: Subhajit MandalPosted: 12:40 PM Nov 30, 2025Updated: 12:53 PM Nov 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে আর দেখা যাবে না দ্রে-রাস ঝড়। কোটি টাকার লিগ থেকে অবসর ঘোষণা করে দিলেন আন্দ্রে রাসেল। আসন্ন মিনি নিলামে তাঁকে দেখা যাবে না। তবে আইপিএলের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করছেন না তিনি। এমনকী সম্পর্ক ছিন্ন করছেন না কেকেআরের সঙ্গেও। আগামী মরশুমে নাইটদের 'ঘরের ছেলে'কে দেখা যাবে নাইট ডাগআউটেই। কেকেআরের সাপোর্ট স্টাফে যোগ দিতে চলেছেন তিনি। 

Advertisement

রবিবার সোশাল মিডিয়ায় রাসেল লেখেন, "আইপিএলে আর খেলব না। ১২ বছরে বহু স্মৃতি জমে আছে। কেকেআর পরিবার থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি।"  একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন, আগামী মরশুমে কেকেআরের সাপোর্ট স্টাফেই তিনি যোগ দেবেন। দ্রে রাস বলেন, "সবচেয়ে ভালো ব্যাপার হল, আমি আমার পরিবার ছাড়ছি না। কেকেআরেই নতুন ভূমিকায় আমাকে দেখা যাবে। পাওয়ার কোচ হিসাবে।" 

এই মরশুমে কেকেআরের রিটেনশন তালিকায় আন্দ্রে রাসেলের নাম না দেখে অনেকেই অবাক হয়েছিলেন। আসলে কলকাতা নাইট রাইডার্সের নানা সুখ-দুঃখের সাথী আন্দ্রে রাসেল। ২২ গজে ঝড় তুলে জিতিয়েছেন বহু ম্যাচ। তিনবার কেকেআরের জার্সিতে জিতেছেন আইপিএল। সেই ‘রাসেলম্যানিয়া’ আর নাইট জার্সিতে দেখা যাবে না, ভেবে কষ্ট পেয়েছিলেন বহু নাইট ভক্ত। কিন্তু সেই দুঃখ কিছুটা লাঘব হতে চলেছে। আইপিএলে কোনও দলের হয়েই আর খেলবেন না ক্যারিবিয়ান দৈত্য। বরং তিনি যোগ দেবেন নাইটদের সাপোর্ট স্টাফ হিসাবেই।

চলতি বছরের মাঝামাঝি ৩৭ বছর বয়সি তারকা অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন কেকেআরের হয়ে আইপিএলে খেলবেন। কিন্তু ইদানিং নিজের পুরনো ফর্ম দেখাতে পারেননি রাসেল। গত মরশুমে আন্দ্রে রাসেলকে ১২ কোটিতে কেনে কলকাতা নাইট রাইডার্স। ১৩টি ম্যাচে করেছিলেন মাত্র ১৬৭ রান। সর্বোচ্চ রান অপরাজিত ৫৭। ইনজুরিও বড় সমস্যা ছিল। বল হাতে কিছু ম্যাচে ভালো পারফর্ম করলেও সেরা ফর্মের ধারেকাছে ছিলেন না। সেকারণেই সম্ভবত নাইট ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই খেলা ছেড়ে কোচিং স্টাফে যোগ দেবেন তিনি। রাসেলকে পাওয়ার কোচ হিসাবে নিয়োগ করেছে নাইটরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলে আর দেখা যাবে না দ্রে-রাস ঝড়।
  • কোটি টাকার লিগ থেকে অবসর ঘোষণা করে দিলেন আন্দ্রে রাসেল।
  • আসন্ন মিনি নিলামে তাঁকে দেখা যাবে না।
Advertisement