shono
Advertisement
Moeen Ali

দশম ম্যাচে অবশেষে সুযোগ, দুরন্ত বোলিং করে মইন আলির কাছে কৃতজ্ঞ অনুকূল

কোন ব্যাটারের বিরুদ্ধে বল করছেন, সেই নিয়ে ভাবেন না নাইট স্পিনার।
Published By: Anwesha AdhikaryPosted: 03:24 PM May 01, 2025Updated: 08:31 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪-০-২৭-১। উপরে যা লেখা হল, তা কেকেআরের বাঁ হাতি স্পিনার অনুকুল রায়ের দিল্লির বিরুদ্ধে বোলিং হিসেব। যাঁর নাইট জার্সিতে নামা উচিত ছিল আরও আগে। কিন্তু নামতে-নামতে মরশুমের দশ নম্বর ম্যাচ হয়ে গেল। কিন্তু কেকেআর জার্সিতে নেমে কী বোলিংটাই না করলেন অনুকূল!

Advertisement

"পিচটা অনেকটাই ব্যাটিং সহায়ক ছিল। তাতে খুব একটা সমস্যা হয়নি। কারণ কলকাতায় এ রকম পিচেই আমরা খেলেছি,” কোটলায় দিল্লি বধ শেষে সাংবাদিক সম্মেলনে এসে বলে দেন অনুকূল। তাঁকে জিজ্ঞাসা করা হয়, প্রথমেই অভিষেক পোড়েলের মতো বাঁ হাতি ব্যাটারের বিরুদ্ধে বোলিং করার সময় তাঁর বিশেষ কোনও পরিকল্পনা ছিল কি না? কারণ, সচরাচর বাঁ হাতি ব্যাটার ক্রিজে থাকলে, বাঁ হাতি স্পিনারকে আনা হয় না বোলিং করতে।

অনুকূল মানেন না। বলেছেন, "এত ভাবিনি যে কে ব্যাট করছে। ডান হাতি ব্যাটার না বাঁ হাতি ব্যাটার। লাইন-লেংথ শুধু হেরফের করতে হয় আমাকে।" অনুকূলকে জিজ্ঞাসা করা হয়, কেকেআরে বরুণ চক্রবর্তী-সুনীল নারিনের মতো স্পিনার থাকাটা তাঁর কাছে কতটা সুবিধের। উত্তরে কেকেআর স্পিনার বলে দেন, "ওদের দু'জনের সঙ্গে কথা তো বলি বটেই। সঙ্গে আরও একজনের কাছ থেকে প্রচুর সাহায্য পাই। মইন আলি। মইনও আমার মতোই অফস্পিনার। ও ডান হাতে। অফস্পিন করে, আমি বাঁ হাতে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেকেআর জার্সিতে নেমে কী বোলিংটাই না করলেন অনুকূল!
  • সচরাচর বাঁ হাতি ব্যাটার ক্রিজে থাকলে, বাঁ হাতি স্পিনারকে আনা হয় না বোলিং করতে।
Advertisement