shono
Advertisement
Asia Cup 2025

টুর্নামেন্টসেরা কুলদীপ-অভিষেক, চ্যাম্পিয়নদের জন্য ২১ কোটি পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের

ট্রফি নিতে মঞ্চে ওঠেনি ভারতীয় দল।
Published By: Arpan DasPosted: 01:51 AM Sep 29, 2025Updated: 01:51 AM Sep 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। ভালো শুরু করেও ম্যাচের রাশ ধরে রাখতে পারেনি পাকিস্তান। সেই সুযোগে এশিয়া কাপে পাক-বধের হ্যাটট্রিক সূর্যকুমারদের। এশিয়াসেরার মুকুট উঠল ভারতের মাথায়। আর কে কোন পুরস্কার পেলেন? কার পকেটে ঢুকল কত? একনজরে এশিয়া কাপের পুরস্কারের খতিয়ান।

Advertisement

ভারত পুরস্কার নিতে ওঠেনি। ফলে কত টাকার চেক দেওয়া হয়েছে, তা জানা যাচ্ছে না। কিন্তু বিসিসিআই থেকে ঘোষণা করা হয়েছে টিম ইন্ডিয়াকে ২১ কোটি টাকা দেওয়া হবে। যা এশিয়া কাপের পুরস্কার মূল্যের থেকে কয়েকগুণ বেশি হবে। সেই সঙ্গে পাকিস্তানকে খোঁচা দিয়ে লেখা হয়েছে, '৩টে ধামাকা, শূন্য প্রত্যুত্তর, এশিয়া কাপ চ্যাম্পিয়ন, বার্তা পৌঁছে গিয়েছে।'

চ্যাম্পিয়ন: ভারত 
রানার্স আপ: পাকিস্তান (৬৬ লক্ষ টাকা)

টুর্নামেন্টের সেরা: অভিষেক শর্মা (৩১৪ রান ১৩ লক্ষ টাকা ও গাড়ি)
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: কুলদীপ যাদব (১৭ উইকেট- ১৩ লক্ষ টাকা)
ম্যাচ সেরা: তিলক বর্মা (৪.৪৫ লক্ষ টাকা)

এশিয়া কাপ ফাইনালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরুটা খারাপ করেনি পাকিস্তান। ওপেনিং জুটিতে উঠে যায় ৮৪ রান। সাহিবজাদা ফারহান করেন ৫৭ রান। ফখর জামান ৪৬ রান করেন। তখন বুমরাহকে রীতিমতো চাপে রেখেছিলেন পাক ব্যাটাররা। কিন্তু ভারতীয় স্পিনারদের আসতেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। প্রথম তিনজনের পর আর কেউ দুই সংখ্যায় পৌঁছয়নি। ১১৩ রানে ২ উইকেট থেকে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাক বাহিনী। কুলদীপ যাদব পান ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ২০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে তিলক বর্মা প্রথমে সঞ্জু স্যামসনকে নিয়ে ৫৭ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। এরপর শিবম দুবের সঙ্গে জুটি গড়ে ভারতকে জয়ের পথে নিয়ে যান। দুবে আউট হলেও দমানো যায়নি তিলককে। ৬৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। ভালো শুরু করেও ম্যাচের রাশ ধরে রাখতে পারেনি পাকিস্তান।
  • সেই সুযোগে এশিয়া কাপে পাক-বধের হ্যাটট্রিক সূর্যকুমারদের।
  • এশিয়াসেরার মুকুট উঠল ভারতের মাথায়।
Advertisement