সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এখনও সিরিজের দু'টি ম্যাচ বাকি। তবে সেই দু'টি ম্যাচে খেলতে পারবেন না অক্ষর প্যাটেল। আচমকাই ছিটকে গিয়েছেন তিনি। তার পরিবর্তে বাংলার অলরাউন্ডারকে শেষ দুই ম্যাচের জন্য স্কোয়াডে নেওয়া হয়েছে।
ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য অক্ষর। মিডল অর্ডারে নেমে কার্যকরী ভূমিকা নেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দু'টি ম্যাচে তিনি যথাক্রমে ২৩ ও ২৭ রান করেন। তিনটি উইকেট পান। তৃতীয় টি-টোয়েন্টি খেলেননি। এবার বাকি দু'টি ম্যাচ থেকেও ছিটকে গেলেন। জ্বরের জন্য খেলতে পারবেন না তিনি। দলের সঙ্গে লখনউ গিয়েছিলেন তিনি। অসুস্থ হলেও দলের সঙ্গেই থাকবেন।
তাঁর বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন শাহবাজ আহমেদ। বাংলার অলরাউন্ডার সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ভালো ছন্দে আছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৪টি উইকেট আছে তাঁর নামে। ভারতের হয়ে তিনি শেষ ম্যাচ খেলেছিলেন প্রায় দুই বছর আগে। দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ২টি উইকেট আছে। এবার দেখার শেষ দু'টি ম্যাচে শাহবাজকে সুযোগ দেওয়া হয় কি না। আগামী বছরে দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শাহবাজ যদি সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে কি বিশ্বকাপের দরজা তাঁর সামনে খুলবে? সেই প্রশ্ন অনেকের মনে।
আগামী বুধবার চতুর্থ টি-টোয়েন্টি। লখনউয়ে সেই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে ভরে ফেলবে ভারত। যেখানে চিন্তায় রাখবে সূর্যকুমার যাদবের ফর্ম। তবে নিজেকে 'ফর্মে নেই' বলতে আপত্তি সূর্যের। ভারতের অধিনায়কের বক্তব্য, তিনি নেটে দারুণ ব্যাট করছেন। ব্যাটে রান নেই মানেই তিনি ফর্মহীন নন।
