সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ নিয়ে ডামাডোল অব্যাহত। চলতি বছরের সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ হওয়ার কথা। পহেলগাঁও হামলার পর ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক কোন খাতে বইবে সেটা এখনও স্পষ্ট নয়। বিসিসিআইয়ের সঙ্গে মিটিংয়ে বসার কথা ছিল মহসিন নকভি চালিত এশিয়া ক্রিকেট কাউন্সিলের। কিন্তু ঢাকার সেই বৈঠকে যেতে রাজি নয় ভারতীয় বোর্ড।
২৪ জুলাই ঢাকায় মুখোমুখি হওয়ার কথা ছিল এশিয়া কাপে অংশগ্রহণকারী সবকটি দেশের বোর্ডের। কিন্তু একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, ওই বৈঠকে যাচ্ছে না বিসিসিআই। ইতিমধ্যেই নাকি জানিয়ে দেওয়া হয়েছে, যদি ঢাকায় এই বৈঠক হয়, তাহলে ভারতীয় বোর্ড যাবে না। ভারত-বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতিই এক্ষেত্রে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে।
শুধু বিসিসিআই নয়। শ্রীলঙ্কা, ওমান, আফগানিস্তানের মতো দেশগুলির বোর্ডও এই বৈঠক 'বয়কটে'র পথে। সকলের আপত্তি ঢাকা নিয়ে। যদিও অন্য দেশগুলির আপত্তিতেও নিজের সিদ্ধান্তে অনড় পিসিবি ও এসিসি'র প্রধান মহসিন নকভি। ওই সংবাদমাধ্যম সূত্রে বলা হচ্ছে, "বিসিসিআই নিজের অবস্থান স্পষ্ট করে বৈঠকের জায়গা বদলানোর কথা বলেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি।"
এসিসি'র সংবিধান অনুযায়ী, যদি অন্য দেশগুলি অংশগ্রহণ না করে, তাহলে ঢাকার বৈঠকের সিদ্ধান্তের কোনও গুরুত্ব থাকবে না। যে কারণে নকভির দুশ্চিন্তা আরও বাড়তে পারে। সেই সঙ্গে এশিয়া কাপ হওয়া নিয়েও দোলাচল বজায় রইল। অন্যদিকে নকভির আশা ছিল, যদি বিসিসিআইকে ঢাকায় আসতে রাজি করানো যায়, তাহলে সেটা একদিক থেকে তাঁর জয়ই হবে। ভারতের তরফ থেকে সবুজ সংকেত পাওয়ার আগেই সূচি তৈরি করে রাখা হচ্ছে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ শুরু হবে ৫ সেপ্টেম্বর। ফাইনাল ২১ সেপ্টেম্বর। আর ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা ৭ সেপ্টেম্বর। যদিও গ্রুপ বিন্যাস কী হবে, তা এখনও চূড়ান্ত নয়।
