সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হবে, তা হয়তো কেউই আন্দাজ করে উঠতে পারেননি। শুভমান গিলের বাদ পড়া নিয়ে এখনও চর্চা চলছে ভারতীয় ক্রিকেটমহলে। অনেকেই এই সিদ্ধান্তে চমকে গিয়েছেন। এরই মধ্যে খবর, বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের জার্সি গায়ে খেলতে দেখা যাবে গিলকে।
কেবল শুভমান নন, শক্তিশালী পাঞ্জাব স্কোয়াডে রয়েছেন অভিষেক শর্মা এবং অর্শদীপ সিংয়ের মতো ক্রিকেটার। ২৪ ডিসেম্বর, বুধবার মহারাষ্ট্রের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে পাঞ্জাব। তাঁরা ছাড়াও পাঞ্জাব দলে প্রভসিমরন সিং, আনমোলপ্রীত সিং, নমন ধীর, রমনদীপ সিং, হরপ্রীত ব্রার এবং সলিল অরোরার মতো খেলোয়াড়রা রয়েছেন। তবে অবাক করার মতো তথ্য হল, অধিনায়কের নাম ঘোষণা করেনি পাঞ্জাব।
১১ জানুয়ারি থেকে শুরু কিউয়িদের বিরুদ্ধে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৪ এবং ১৮ জানুয়ারি। সেখানে বিজয় হাজারে ট্রফি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। সবচেয়ে বড় কথা, এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে ৮ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ, নিউজিল্যান্ড সিরিজের আগে শেষ হয়ে যাবে গ্রুপ পর্বের খেলা। ফলে সিরিজের আগে ম্যাচ প্র্যাকটিস পেয়ে যাবেন শুভমান, অভিষেকরা। যা তাঁদের জন্যই ভালো হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছিলেন ভারতের শুভমান গিল। এরপর থেকে টি-টোয়েন্টিতে ওপেন নামছেন। কিন্তু তাঁর ব্যাটে রানের খরা। কোনও হাফসেঞ্চুরি করতে পারেননি তিনি। প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে তাঁর রান মাত্র ৩২। গড় ১০.৬৬। স্ট্রাইকরেট ১০৩.২২। কটকে ৪, মুলানপুরে শূন্য গিলকে প্রভূত চাপের মধ্যে ফেলেছিল। ধরমশালায় ২৮ রান করে পুরনো ছন্দের আভাস দেখিয়েছিলেন মাত্র। তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন। তবে কিউয়িদের বিরুদ্ধে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত রাখতে বিজয় হাজারেতে দেখা যাবে টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ককে। উল্লেখ্য, ২০১৬-১৭ সালে বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের হয়ে তার লিস্ট 'এ' ক্রিকেটে অভিষেক হয়েছিল শুভমানের।
পাঞ্জাব স্কোয়াড
শুভমান গিল, অভিষেক শর্মা, অর্শদীপ সিং, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), হারনুর পান্নু, আনমোলপ্রীত সিং, উদয় সাহারান, নমন ধীর, সলিল অরোরা (উইকেটরক্ষক), সানভীর সিং, রমনদীপ সিং, জশনপ্রীত সিং, গুরনুর ব্রার, হরপ্রীত ব্রার, রঘু শর্মা, কৃষ ভগত, গৌরব চৌধুরী, সুখদীপ বাজওয়া।
