চলতি বছরের সেপ্টেম্বর মাসে শুরু হতে চলেছে ২০তম এশিয়ান গেমস। এবার জাপানের আইচি-নাগোয়ায় বসছে এই প্রতিযোগিতার আসর। ২০২৩-এ মোট ২৮টা সোনা জিতে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। যার মধ্যে দু'টি এসেছিল পুরুষ ও মহিলা ক্রিকেট থেকে। এবার কবে শুরু এশিয়ান গেমসের ক্রিকেট (Asian Games 2026 Cricket ) টুর্নামেন্ট? পদকের ম্যাচ কবে?
এবছরের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস। তবে ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়ে যাবে দু'দিন আগে। ভারতের পুরুষ ও মহিলা দল, উভয়ই অংশগ্রহণ করবে। এবারও টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতা চলবে। পুরুষদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর। প্রাথমিক কোয়ালিফায়ারের ৬টি ম্যাচ চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ১ অক্টোবর দু'টি সেমিফাইনাল। ৩ অক্টোবর ব্রোঞ্জ মেডেল ও গোল্ড মেডেলের ম্যাচ। অন্যদিকে এশিয়ান গেমসে মহিলাদের ম্যাচ শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর। ১৭, ১৮ চলবে ৪টি কোয়ার্টার ফাইনাল। ২০ সেপ্টেম্বর দু'টি সেমিফাইনাল। ২২ সেপ্টেম্বর ব্রোঞ্জ মেডেল ও গোল্ড মেডেলের ম্যাচ।
পুরুষদের টুর্নামেন্টে ১০টি দল খেলবে। তার মধ্যে চারটি শীর্ষ বাছাই দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বাকি ছ'টি দল বাছাই পর্বের ম্যাচ খেলবে। প্রত্যেকদিনই দু'টি করে ম্যাচ চলবে। তার মধ্যে একটি হবে ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায়, আরেকটি সাড়ে দশটায়। তবে ভারতের ম্যাচের সময়সূচি জানানো হয়নি।
এই নিয়ে তৃতীয়বার এশিয়ান গেমসে ক্রিকেট থাকছে। ভারতের পুরুষ ও মহিলা দল, উভয়ই একবার চ্যাম্পিয়ন হয়েছে। গতবার যথাক্রমে রুতুরাজ গায়কোয়াড় ও হরমনপ্রীত কৌর নেতৃত্ব দিয়েছিলেন। উল্লেখ্য, ১২৮ বছর পর আবারও অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে অন্যতম একটি ইভেন্ট হিসেবে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
