রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে টসে হার টিম ইন্ডিয়ার (IND vs NZ)। আগের ম্যাচে টসে জিতলেও ফের 'মুদ্রাদোষ'ই সম্বল ভারতের। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের। অর্থাৎ প্রথমেই ব্যাট করতে দেখা যাবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। ভারতের প্রথম একাদশে একটিই বদল। আহত ওয়াশিংটন সুন্দরের জায়গায় খেলছেন নীতীশ রেড্ডি। অর্থাৎ অভিষেক হল না আয়ুষ বাদোনির। অন্যদিকে এই ম্যাচেও 'বঞ্চিত' রইলেন অর্শদীপ সিং।
এমনিতে ভারতের টসভাগ্য ভালো না। তবে প্রথম ওয়ানডেতে জিতে আগে বোলিং করেছিল ভারত। বড় রান তাড়া করে জেতেন শুভমান গিলরা। বরোদায় শিশিরের সমস্যা ছিল। তবে রাজকোটে শিশিরের তত সমস্যা নেই বলেই মনে করা হচ্ছে। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল ব্রেসওয়েল জানিয়ে গেলেন, পিচ ব্যাটের জন্য ভালো। ভারত অধিনায়ক শুভমান গিলও একমত। তিনি বলেন, "টসে জিতলে আমরাও ব্যাটিং করতাম। কারণ, গতকাল দেখেছি শিশির ছিল না।"
রাজকোটের পিচও পাটা। গিলের সংযোজন, "কয়েকজন প্লেয়ারের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলল পিচ পরের দিকে স্লো হয়ে যাবে।" কিন্তু তাহলে দুই স্পিনারে কেন খেলছে ভারত? কুলদীপ যাদব ও শুভমান গিলের সঙ্গে খেলানো যেত তরুণ তুর্কি আয়ুষ বাদোনিকে। অনেকেই আশা করেছিলেন, ওয়াশিংটন সিরিজ থেকে ছিটকে যাওয়ায় আয়ুষের অভিষেক হতে পারে। সেটা হল না।
গিল বরং দলের পেসারদের প্রশংসা করে গেলেন। তিনি বলেন, "আগের ম্যাচে আমরা মাঝের দিকে ফিরে এসেছিলাম। পেসাররা দারুণ বল করেছে।" কথাটা ঠিক। তবে প্রসিদ্ধ কৃষ্ণ যেভাবে রান বিলিয়েছেন, তাতে অখুশি ভক্তরা। হালফিলে প্রসিদ্ধের পারফরম্যান্স একেবারেই আহামরি নয়। অর্শদীপের জায়গায় তাঁকে খেলানোর যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না অনেকে। কিন্তু দলের কম্বিনেশন ভাঙার ঝুঁকি নেননি কোচ গৌতম গম্ভীর। তাই সুযোগ পেলেন না অর্শদীপ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ
