সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির পর বিজয় হাজারে ট্রফি। সাদা বলের ফরম্যাটে জাতীয় স্তরে পরপর দু'টো টুর্নামেন্টে ব্যর্থতাই সঙ্গী হয়েছে বাংলার। দু'টো প্রতিযোগিতাতে শুরুটা ভালো করেও গ্রুপ পর্ব টপকাতে ব্যর্থ হয়েছে কোচ লক্ষ্মীরতন শুক্লার দল। ফলে শিবরাত্রির সলতের মতো হাতে আছে শুধু রনজি ট্রফি (Ranji Trophy)। সেখানে অবশ্য এখনও বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলা। গ্রুপের প্রথম ভাগে পাঁচ ম্যাচের পর ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণরা। তবে এখনও নকআউটের ছাড়পত্র নিশ্চিত হয়নি।
২২ জানুয়ারি থেকে কল্যাণীতে ফের রনজি অভিযান শুরু করতে চলেছে বাংলা। প্রতিপক্ষ গ্রুপে দু'নম্বরে থাকা সার্ভিসেস। তারপর গ্রুপের শেষ ম্যাচে লাহলিতে হরিয়ানার বিরুদ্ধে খেলতে হবে। ফলে নকআউটে যাওয়ার রাস্তা এখনও বেশ কঠিন বাংলার জন্য। আর দলের মাথাব্যথা বাড়িয়ে এবারের রনজিতে আর পাওয়া যাবে না দলের একনম্বর উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলকে। বিজয় হাজারে ট্রফির অসম ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে বাঁ কাঁধে চোট পেয়েছেন তিনি। যার ফলে গ্রুপের শেষ দু'ম্যাচে তাঁকে ছাড়াই খেলতে হয়েছে বাংলাকে। প্রতিযোগিতার মাঝেই বাড়ি ফেরেন তিনি।
যা খবর, অভিষেকের বাঁ কাঁধের পেশিতে গুরুতর চোট লেগেছে। যে চোট সারাতে তিনি আপাতত বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে আছেন। সেখানে চিকিৎসকরা বঙ্গ তারকাকে বলে দিয়েছেন, পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে অন্তত ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। অর্থাৎ সিওই-র ফিট সার্টিফিকেট পেতে পেতে মার্চ মাস হয়ে যাবে। সেখানে সূচি অনুযায়ী, ফেব্রুয়ারির মধ্যে রনজি ট্রফি শেষ হয়ে যাবে। ফলে বাংলা যদি ফাইনালেও পৌঁছায়, অভিষেককে আর পাওয়ার সম্ভাবনা নেই। ভরসাযোগ্য কিপারের পাশাপাশি ব্যাটিংটাও ভালোই করেন তিনি। ফলে গুরুত্বপূর্ণ সময়ে তাঁর অনুপস্থিতি মাথাব্যথা বাড়াবে টিম ম্যানেজমেন্টের।
আপাতত অভিষেকের পরিবর্ত হিসাবে শাকির হাবিব গান্ধীর সঙ্গে অনূর্ধ্ব-২৩ দলের সুমিত নাগকে তৈরি রাখা হচ্ছে। বিজয় হাজারেতে একটা ম্যাচও খেলেছেন তিনি। আগামী ২৩ জানুয়ারি থেকে মুম্বইয়ের বিরুদ্ধে সিকে নাইডু ট্রফিতে নামছে বাংলার অনূর্ধ্ব-২৩ দল। মঙ্গলবার সেই ম্যাচের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে রাখা হয়নি সুমিতকে। যা থেকে মনে করা হচ্ছে, সার্ভিসেসের বিরুদ্ধে দলে থাকতে পারেন তিনি। বুধবার থেকে সল্টলেকে জেইউ সেকেন্ড ক্যাম্পাসে সার্ভিসেস ম্যাচের প্রস্তুতিতে নামছে টিম বাংলা। আকাশ দীপ, মুকেশ কুমাররা শুরু থেকেই দলের সঙ্গে অনুশীলনে নামবেন বলে খবর। মহম্মদ শামি অবশ্য আসবেন ম্যাচের আগে। আপতত জনা কুড়ি প্লেয়ারকে অনুশীলনে ডাকা হয়েছে। যার মধ্যে রয়েছেন বয়সভিত্তিক দলে ভালো খেলা চন্দ্রহাস দাস, রবি কুমাররা।
