shono
Advertisement
Mushfiqur Rahim

১৯ বছরের কেরিয়ারে ইতি, ওয়ানডে থেকে অবসর বাংলাদেশের মুশফিকুর রহিমের

'সব সময় নিজের ১০০ শতাংশ দিয়েছি', সোশাল মিডিয়ায় বিদায়ী বার্তা মুশফিকুরের।
Published By: Arpan DasPosted: 09:01 AM Mar 06, 2025Updated: 09:01 AM Mar 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম। বুধবার রাতে সোশাল মিডিয়ায় সেই বার্তা জানিয়েছেন তিনি। ২০২২-এ টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার। এবার সরে দাঁড়ালেন একদিনের ক্রিকেট থেকেও।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে বাংলাদেশ। একেবারেই ছন্দে ছিলেন না মুশফিকুর। অবসর বার্তায় তিনি লিখেছেন, 'আজ থেকে আমি একদিনের ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রাপ্তি হয়তো খুবই কম। কিন্তু দেশের হয়ে মাঠে নেমেছি, তখনই সততা ও দায়বদ্ধতার সঙ্গে নিজের ১০০ শতাংশ দিয়েছি।'

সেই সঙ্গে তিনি লিখেছেন, 'গত কয়েক সপ্তাহ আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। এবং বুঝতে পেরেছি যে, এটাই আমার ভবিতব্য ছিল।' গত ১৯ বছরের কেরিয়ারে পাশে থাকার জন্য পরিবার, বন্ধু ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন মুশফিকুর।

২০০৬ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তাঁর। দেশের হয়ে খেলেছেন ২৭১টি ওয়ানডে। করেছেন ৭৭৯২ রান। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ২৩৯টি ক্যাচ ও ৫৬টি স্ট্যাম্পস। ২০১১ সাল থেকে ২০১৪ পর্যন্ত একদিনের ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে একেবারেই রানের মধ্যে ছিলেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি ম্যাচে তিনি করেছিলেন ০ ও ২ রান। শেষ পর্যন্ত অবসরের রাস্তাই বেছে নিলেন মুশফিকুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম।
  • বুধবার রাতে সোশাল মিডিয়ায় সেই বার্তা জানিয়েছেন তিনি।
  • ২০২২-এ টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের উইকেট কিপার। এবার সরে দাঁড়ালেন একদিনের ক্রিকেট থেকেও।
Advertisement