shono
Advertisement

Breaking News

Litton Das

'সেফ নয়', পদ্মাপারে ভারত নিয়ে কথা বলতেও 'ভয়' পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক লিটন!

নিরাপত্তার সমস্যার জন্য নাকি ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ। এদিকে তাদের দেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কই মুখ খুলতে 'নিরাপদ' বোধ করছেন না।
Published By: Arpan DasPosted: 09:42 AM Jan 21, 2026Updated: 09:42 AM Jan 21, 2026

নিরাপত্তার সমস্যার জন্য নাকি ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ। এদিকে তাদের দেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কই মুখ খুলতে 'নিরাপদ' বোধ করছেন না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচের পর লিটন দাসের দিকে ধেয়ে এল 'বিপজ্জনক' প্রশ্ন। যা শুনে স্পষ্টতই অস্বস্তিতে লিটন। আবার কখনও পালটা প্রশ্নও করলেন সাংবাদিকদের, "আমরা কি আদৌ বিশ্বকাপে খেলব?"

Advertisement

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের নাটক এখনও অব্যাহত। আইসিসি'র সঙ্গে বৈঠকের পরও সুর নরম করেনি সে দেশের ক্রিকেট বোর্ড। ইউনুস সরকারের হাত যে আছে, তা নতুন করে বলার নয়। সবচেয়ে বড় কথা, এই পরিস্থিতিতে ঘৃণা ও বিদ্বেষের বাতাবরণ তৈরি করছে বাংলাদেশ। দু'দেশের সম্পর্ক তলানিতে। বিপিএলে রংপুর রাইডার্সের বিদায়ের পর লিটনকে একাধিক বিষয়ে প্রশ্ন করা হয়।

যার মধ্যে ছিল, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তাঁর কী মত? সঙ্গে সঙ্গে লিটনের বক্তব্য, "সেফ না, সেফ না। নো অ্যানসার, নো অ্যানসার। আমি বুঝতে পারছি, আপনি কী বলতে চাইছেন। কিন্তু নো অ্যানসার।" বোঝাই যাচ্ছে, বাংলাদেশের বর্তমান অবস্থায় দলের অধিনায়কই নিরাপদ বোধ করছেন না। সেটা কি ধর্মীয় কারণে? লিটনের গলায় যেরকম আতঙ্ক ধরা পড়ল, তাতে প্রশ্ন তুলছেন অনেকে।

বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়। যে বিশ্বকাপ ইতিমধ্যে বয়কট করে বসে আছে বাংলাদেশ। সেই নিয়ে সাংবাদিককে পালটা প্রশ্ন ছুড়ে দেন লিটন, "আপনি নিশ্চিত আমরা বিশ্বকাপে খেলব?" তারপর যথেষ্ট বাস্তবসম্মত উত্তর দিলেন, "আমরা ১৫ জনের কেউ জানিই না কোন দেশে গিয়ে খেলব? কোন গ্রুপে থাকব, কাদের বিরুদ্ধে খেলব? সেটা জানলে ভালো হত। এই বিষয়টা আমাদের হাতেই নেই। আমরা সবাই অনিশ্চিয়তায়। পুরো বাংলাদেশই অনিশ্চিত।" ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে বিসিবি'র দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এবার খোদ অধিনায়কই ঘুরিয়ে বিসিবি'র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন। বোঝাই যাচ্ছে, নাটক এখনও অনেক বাকি!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement