shono
Advertisement
Tamim Iqbal

দেড় বছরে দ্বিতীয়বার অবসর তামিমের, উসকে দিলেন বাংলাদেশ ক্রিকেটের অন্দরের বিতর্ক!

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিমের প্রত্যাবর্তন ঘটার জল্পনা থাকলেও দল ঘোষণার আগেই অবসর নিলেন তিনি।
Published By: Arpan DasPosted: 04:44 PM Jan 11, 2025Updated: 04:44 PM Jan 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার অবসর নিলেন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল। ২০২৩ সালের জুলাই মাসে বিশ্বকাপ দল ঘোষণার আগে আচমকাই অবসর নিয়েছিলেন। পরে অবশ্য সেই অবসর প্রত্যাহার করে নেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে আরও একবার ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।

Advertisement

২০০৭ সালে কেনিয়ার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটেছিল তামিমের। জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছিলেন দীর্ঘ সময়। ২০২৩-এ অবসরের সময় প্রকাশ্যে এসেছিল শাকিব আল হাসানের সঙ্গে তাঁর গোলযোগ। সেই কারণেই যে তামিম অবসর নিয়েছিলেন, সেরকমও মনে করা হয়। দ্বিতীয়বার অবসরের সময় সেই বিতর্ক ফের উসকে দিলেন তামিম। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, '২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তার পরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি।'

শোনা যাচ্ছিল, চ্যাম্পিয়ন্স লিগের দলে প্রত্যাবর্তন ঘটতে পারে তাঁর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়েও খেলছেন। কিন্তু তার মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তামিম। সেখানে আরও একটি বিতর্ক উসকে দিয়েছেন, 'অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনও ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজে থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই।'

'দলের স্বার্থ' এগিয়ে রেখে তিনি লিখেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দ্বিতীয়বার অবসর নিলেন বাংলাদেশের তামিম ইকবাল।
  • ২০২৩ সালের জুলাই মাসে বিশ্বকাপ দল ঘোষণার আগে আচমকাই অবসর নিয়েছিলেন। পরে অবশ্য সেই অবসর প্রত্যাহার করে নেন।
  • এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে আরও একবার ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।
Advertisement